মানুষের ছ'কোটি মেরেছে শুভেন্দু, চিঠি হাতিয়ার করে তোপ অভিষেকের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: এবার সুদীপ্ত সেনের আদালতকে লেখা চিঠিকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে তোপ অভিষেকের। কুলতুলির জনসভায় সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি পড়ে জনসমক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দুকে।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেই নাম না করে বারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন সভামঞ্চ কিংবা মিছিল থেকে বলেছেন 'তোলাবাজ ভাইপো'। এদিন শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে কুলতলির সভামঞ্চে অভিষেকের হাতিয়ার সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি। কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের চিফ ম্যাজিস্ট্রেটকে লেখা সুদীপ্ত সেনের চিঠিকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে 'অলআউট' লড়াইয়ে নামলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আদালতকে লেখা সুদীপ্ত সেনের চিঠি পড়ে তিনি শোনান জনগনকে। ওই চিঠিতে সুদীপ্ত সেন লিখেছেন, শুভেন্দু অধিকারী ছ'কোটি টাকা নিয়েছেন আমার থেকে। আমি নিরুদ্দেশ হওয়ার আগের দিন টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন চিঠি পড়ে এমনটাই বলেছেন অভিষেক। তিনি এও বলেছেন, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে আমি জনগনের মঞ্চে মৃত্যুবরণ করব।
এরই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের খোঁচাও দেন অভিষেক। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে আগামীতে তাঁরাই বলুন শুধুমাত্র পরিবারের একজন রাজনীতিতে আসবেন, তাহলে আমি আগামী ২৪ ঘন্টার বিরুদ্ধে পদত্যাগ করব। শুভেন্দুর কটাক্ষের পাল্টা অভিষেক জানিয়েছেন, একজন বড় বীর সাজতে গিয়ে আমার নাম নিয়েছেন, তাঁকে আমি আইনি নোটিশ পাঠিয়েছে। ভাইপো তোলাবাজ না ভাইপোর জন্য তোলাবাজি বন্ধ হয়ে গিয়েছে। ২০১৬ সালে প্রতিবাদ করে নেত্রীকে জানিয়েছিলাম যারা দলকে কলুষিত করে তাদের পিছনের সারিতে রাখা হোক। মমতা ব্যানার্জী শুধু আমার কথাই শুনলে আজকের যারা বড় বড় কথা বলছে তাদের স্থান শ্রীঘরে হত বিজেপিতে নয়। কিন্তু মমতা ব্যানার্জী উদার মনের মহিলা, তাই উনি বলেছিলেন বদলা নয় বদল চাই। কিন্তু আজ আমি বলে যাচ্ছি আগামীদিনে নির্বাচনে জিতলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।
এরই সঙ্গে এদিন নাম না করে বিজেপি নেতা শোভন চ্যাটার্জীকেও আক্রমণ করতে পিছপা হননি। কিছুদিন আগেই ডায়মন্ডহারবারের এক সভায় শোভন চ্যাটার্জী জানিয়েছিলেন, আমার জন্যই অভিষেক ব্যানার্জী জিতেছেন, ক্ষমা করে দেবেন। তাঁর পাল্টায় অভিষেক জানিয়েছেন, তিনবছর শীতঘুমে থেকে এখন কথা বলছে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে দক্ষিণ ২৪ পরগণার ৩১ টা বিধানসভার যেখান থেকে খুশি ভোটে দাঁড়ান আপনাকে হারাব। এরই সঙ্গে গত শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কেন্দ্র সরকারের নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগে বিজেপি কর্মীদের 'জয় শ্রীরাম' শ্লোগান তোলা নিয়ে তীব্র আপত্তি জানান ডায়মন্ডহারবারের সাংসদ।
বিজেপি শিবিরকে উন্নয়নের নিরিখে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। দিদির উন্নয়ন বনাম মোদির উন্নয়ন, এই দুই নিয়ে নির্বাচনে মাঠে নামার ডাক দিয়েছেন অভিষেক। সাংসদ বলেছেন, রাজনৈতিক ভাবে লড়াই করুন। দিদির উন্নয়ন বনাম মোদির উন্নয়নের লড়াইয়ের হোক। যদি না, ১০-০ গোলে না হারাতে পারি, তাহলে লড়াইয়ের ময়দানে পা রাখব না। আগামীদিনে আমাদের নেত্রী বিজেপির নেতাদের চোখের ছানি কাটানোর জন্য ছানাশ্রী প্রকল্প আসবে। কারণ তারা রাজ্যে উন্নয়ন দেখতেই পান না।
যেভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর নাম না করে অভিষেকের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও কটূক্তি ছুঁড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়রা। এদিন কুলতলির সভা থেকে তাঁর পাল্টা দিতে গিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, এমনটাই মত রাজনৈতিক মহলের।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেই নাম না করে বারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন সভামঞ্চ কিংবা মিছিল থেকে বলেছেন 'তোলাবাজ ভাইপো'। এদিন শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে কুলতলির সভামঞ্চে অভিষেকের হাতিয়ার সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি। কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের চিফ ম্যাজিস্ট্রেটকে লেখা সুদীপ্ত সেনের চিঠিকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে 'অলআউট' লড়াইয়ে নামলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আদালতকে লেখা সুদীপ্ত সেনের চিঠি পড়ে তিনি শোনান জনগনকে। ওই চিঠিতে সুদীপ্ত সেন লিখেছেন, শুভেন্দু অধিকারী ছ'কোটি টাকা নিয়েছেন আমার থেকে। আমি নিরুদ্দেশ হওয়ার আগের দিন টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন চিঠি পড়ে এমনটাই বলেছেন অভিষেক। তিনি এও বলেছেন, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে আমি জনগনের মঞ্চে মৃত্যুবরণ করব।
এরই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের খোঁচাও দেন অভিষেক। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে আগামীতে তাঁরাই বলুন শুধুমাত্র পরিবারের একজন রাজনীতিতে আসবেন, তাহলে আমি আগামী ২৪ ঘন্টার বিরুদ্ধে পদত্যাগ করব। শুভেন্দুর কটাক্ষের পাল্টা অভিষেক জানিয়েছেন, একজন বড় বীর সাজতে গিয়ে আমার নাম নিয়েছেন, তাঁকে আমি আইনি নোটিশ পাঠিয়েছে। ভাইপো তোলাবাজ না ভাইপোর জন্য তোলাবাজি বন্ধ হয়ে গিয়েছে। ২০১৬ সালে প্রতিবাদ করে নেত্রীকে জানিয়েছিলাম যারা দলকে কলুষিত করে তাদের পিছনের সারিতে রাখা হোক। মমতা ব্যানার্জী শুধু আমার কথাই শুনলে আজকের যারা বড় বড় কথা বলছে তাদের স্থান শ্রীঘরে হত বিজেপিতে নয়। কিন্তু মমতা ব্যানার্জী উদার মনের মহিলা, তাই উনি বলেছিলেন বদলা নয় বদল চাই। কিন্তু আজ আমি বলে যাচ্ছি আগামীদিনে নির্বাচনে জিতলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।
এরই সঙ্গে এদিন নাম না করে বিজেপি নেতা শোভন চ্যাটার্জীকেও আক্রমণ করতে পিছপা হননি। কিছুদিন আগেই ডায়মন্ডহারবারের এক সভায় শোভন চ্যাটার্জী জানিয়েছিলেন, আমার জন্যই অভিষেক ব্যানার্জী জিতেছেন, ক্ষমা করে দেবেন। তাঁর পাল্টায় অভিষেক জানিয়েছেন, তিনবছর শীতঘুমে থেকে এখন কথা বলছে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে দক্ষিণ ২৪ পরগণার ৩১ টা বিধানসভার যেখান থেকে খুশি ভোটে দাঁড়ান আপনাকে হারাব। এরই সঙ্গে গত শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কেন্দ্র সরকারের নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগে বিজেপি কর্মীদের 'জয় শ্রীরাম' শ্লোগান তোলা নিয়ে তীব্র আপত্তি জানান ডায়মন্ডহারবারের সাংসদ।
বিজেপি শিবিরকে উন্নয়নের নিরিখে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। দিদির উন্নয়ন বনাম মোদির উন্নয়ন, এই দুই নিয়ে নির্বাচনে মাঠে নামার ডাক দিয়েছেন অভিষেক। সাংসদ বলেছেন, রাজনৈতিক ভাবে লড়াই করুন। দিদির উন্নয়ন বনাম মোদির উন্নয়নের লড়াইয়ের হোক। যদি না, ১০-০ গোলে না হারাতে পারি, তাহলে লড়াইয়ের ময়দানে পা রাখব না। আগামীদিনে আমাদের নেত্রী বিজেপির নেতাদের চোখের ছানি কাটানোর জন্য ছানাশ্রী প্রকল্প আসবে। কারণ তারা রাজ্যে উন্নয়ন দেখতেই পান না।
যেভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর নাম না করে অভিষেকের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও কটূক্তি ছুঁড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়রা। এদিন কুলতলির সভা থেকে তাঁর পাল্টা দিতে গিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, এমনটাই মত রাজনৈতিক মহলের।
More News:
7th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
Leave A Comment