সাহস থাকলে শুধু নন্দীগ্রামেই লড়াই করুন মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দুটি আসন নয়, ক্ষমতা থাকলে যে কোনও একটা আসন থেকে লড়াই করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা হোক নন্দীগ্রাম, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারির।
এই নির্বাচনে যে সাম্প্রদায়িকতা ইস্যুকে সুড়সুড়ি দিয়ে ভোট করবে বিজেপি, তা মোটামুটি স্পষ্ট। সেই কারণেই এদিনের সভায় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, ‘উনি মাত্র ৬২ হাজারের ভরসায় জিতবেন বলছেন। কিন্তু পদ্ম ফুটবে ২ লক্ষ ১৩-এর ভরসায়। আর ওই ৬২ হাজারেও আমি সিঁদ কাটব।
আরও পড়ুন ঘোষণা মতোই মমতার নামে দেওয়াল লিখন নন্দীগ্রামে
রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু বোঝাতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মূলত সংখ্যালঘু ভোটব্যাঙ্কের উপর ভরসা করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছেন। সেখানে শুভেন্দু অধিকারি বিজেপির জন্য হিন্দু ভোটব্যাঙ্কের কথা উল্লেখ করেছেন। এদিন শুভেন্দু একধাপ এগিয়ে বলেন, ‘নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী দাঁড়ালে এখনই তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্যাড ছাপিয়ে রাখতে হবে।’
আরও পড়ুন টানা ৩ দিনের বাস ধর্মঘটের ডাক বাংলায়! ২৮, ২৯, ৩০ জানুয়ারি
গতকাল মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যে সভা করেছিলেন তা আসাউদ্দিন ওয়াইসি’র দলের কর্মীদের নিয়ে জায়গা ভরানো হয়েছে। তাই এই সভা নিয়ে ভাবার কিছুই নেই। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নিয়ে মোটেই ভাবিত নয়, তা প্রমাণ করতে তিনি বলেন, ‘রাজ্য সরকার ক্লাস ৮-এর ইতিহাস বইতে সিঙ্গুরের প্রসঙ্গ রেখেছেন। কিন্তু ওই বইতে নন্দীগ্রামের কোনও স্থান নেই। কারণ আপনি নন্দীগ্রামকে স্বীকৃতি দেন না। সেই কারণেই নন্দীগ্রামের শহীদদের নাম বলতে পারেন না। দেখে দেখেও ভুল নাম বলে।’
আরও পড়ুন উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
গতকালের প্রতিধ্বনি করে শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে গুলি চালানোর নির্দেশ দেওয়া অফিসার অরুণ গুপ্তাকে রাজ্য সরকার ৫ বার এক্সটেনশন দিয়েছে। সেখানকার পুলিশ অফিসার সত্যজিৎবাবুকে তৃণমূলে যোগ করিয়েছেন দিদিমণি। তারপরেও বলছেন নন্দীগ্রাম মনে রয়েছে। এভাবে মিথ্যে কথা বলে নন্দীগ্রামকে ভোলানো যাবে না।’ শুভেন্দু জানান, তৃণমূল কংগ্রেসের নেত্রী উদভ্রান্ত, রাজনৈতিক হতাশাগ্রস্ত। সেই কারণেই এই হাল।
আরও পড়ুন 'তাণ্ডব'-এর বিরুদ্ধে মামলা করবে মধ্যপ্রদেশ সরকার
অন্যদিকে, এদিকে খেজুরিতে বিজেপি-তৃণমূলর সংঘর্ষ নিয়ে বলতে গিয়ে শুভেন্দু তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এদিন পাঁচ জায়গায় হামলা হয়েছে। পুলিশ ব্যস্ত ছিল মাননীয়াকে নিয়েই। নিখিল আড়ি বিজেপির ব্লক সভাপতি, তিনি হাসপাতালে রয়েছেন। এই নিয়ে সুরাহার জন্য রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রশাসনকে। তার মধ্যে দুষ্কৃতীরা ধরা না পড়লে সোমবার আমি নিজে দলীয় নেতৃত্বকে নিয়ে তমলুকের পুলিশ সুপারের দফতরের সামনে ধর্নায় বসব। তারপর সব হিসেব আমি বুঝে নেব।’
আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে সহবাস
এই নির্বাচনে যে সাম্প্রদায়িকতা ইস্যুকে সুড়সুড়ি দিয়ে ভোট করবে বিজেপি, তা মোটামুটি স্পষ্ট। সেই কারণেই এদিনের সভায় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, ‘উনি মাত্র ৬২ হাজারের ভরসায় জিতবেন বলছেন। কিন্তু পদ্ম ফুটবে ২ লক্ষ ১৩-এর ভরসায়। আর ওই ৬২ হাজারেও আমি সিঁদ কাটব।
আরও পড়ুন ঘোষণা মতোই মমতার নামে দেওয়াল লিখন নন্দীগ্রামে
রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু বোঝাতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মূলত সংখ্যালঘু ভোটব্যাঙ্কের উপর ভরসা করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছেন। সেখানে শুভেন্দু অধিকারি বিজেপির জন্য হিন্দু ভোটব্যাঙ্কের কথা উল্লেখ করেছেন। এদিন শুভেন্দু একধাপ এগিয়ে বলেন, ‘নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী দাঁড়ালে এখনই তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্যাড ছাপিয়ে রাখতে হবে।’
আরও পড়ুন টানা ৩ দিনের বাস ধর্মঘটের ডাক বাংলায়! ২৮, ২৯, ৩০ জানুয়ারি
গতকাল মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যে সভা করেছিলেন তা আসাউদ্দিন ওয়াইসি’র দলের কর্মীদের নিয়ে জায়গা ভরানো হয়েছে। তাই এই সভা নিয়ে ভাবার কিছুই নেই। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নিয়ে মোটেই ভাবিত নয়, তা প্রমাণ করতে তিনি বলেন, ‘রাজ্য সরকার ক্লাস ৮-এর ইতিহাস বইতে সিঙ্গুরের প্রসঙ্গ রেখেছেন। কিন্তু ওই বইতে নন্দীগ্রামের কোনও স্থান নেই। কারণ আপনি নন্দীগ্রামকে স্বীকৃতি দেন না। সেই কারণেই নন্দীগ্রামের শহীদদের নাম বলতে পারেন না। দেখে দেখেও ভুল নাম বলে।’
আরও পড়ুন উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
গতকালের প্রতিধ্বনি করে শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে গুলি চালানোর নির্দেশ দেওয়া অফিসার অরুণ গুপ্তাকে রাজ্য সরকার ৫ বার এক্সটেনশন দিয়েছে। সেখানকার পুলিশ অফিসার সত্যজিৎবাবুকে তৃণমূলে যোগ করিয়েছেন দিদিমণি। তারপরেও বলছেন নন্দীগ্রাম মনে রয়েছে। এভাবে মিথ্যে কথা বলে নন্দীগ্রামকে ভোলানো যাবে না।’ শুভেন্দু জানান, তৃণমূল কংগ্রেসের নেত্রী উদভ্রান্ত, রাজনৈতিক হতাশাগ্রস্ত। সেই কারণেই এই হাল।
আরও পড়ুন 'তাণ্ডব'-এর বিরুদ্ধে মামলা করবে মধ্যপ্রদেশ সরকার
অন্যদিকে, এদিকে খেজুরিতে বিজেপি-তৃণমূলর সংঘর্ষ নিয়ে বলতে গিয়ে শুভেন্দু তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এদিন পাঁচ জায়গায় হামলা হয়েছে। পুলিশ ব্যস্ত ছিল মাননীয়াকে নিয়েই। নিখিল আড়ি বিজেপির ব্লক সভাপতি, তিনি হাসপাতালে রয়েছেন। এই নিয়ে সুরাহার জন্য রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রশাসনকে। তার মধ্যে দুষ্কৃতীরা ধরা না পড়লে সোমবার আমি নিজে দলীয় নেতৃত্বকে নিয়ে তমলুকের পুলিশ সুপারের দফতরের সামনে ধর্নায় বসব। তারপর সব হিসেব আমি বুঝে নেব।’
আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে সহবাস
More News:
3rd March 2021
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment