এই মুহূর্তে




বিধানসভা ভোটের আগে রাস্তা না পেলে ভোট বয়কটের ডাক দেবেন গ্রামবাসীরা




নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান গ্রামের (Katabagan Village)প্রায় তিন কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে চলাচলের যোগ্য রাস্তা পায় নি গ্রামবাসীরা। বেহাল অবস্থায় রয়েছে কাঁচা রাস্তা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত, সামান্য বৃষ্টি হলেই কাদা আর জল জমে চলাফেরা দুঃসাধ্য হয়ে যায়। এই রাস্তা দিয়ে এলাকার প্রায় দেড়শোটি পরিবার প্রতিদিন হাট-বাজার, হাসপাতাল, থানা, স্কুল-কলেজ, বিডিও অফিসসহ নানা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। কৃষকরা তাদের উৎপাদিত ধান-সবজি এই রাস্তা দিয়েই ঘরে তোলেন,আবার এই রাস্তা দিয়েই বিভিন্ন হাটে সবজি নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে কৃষক থেকে পড়ুয়া, রোগী থেকে সাধারণ মানুষ—সবাইকে।রাস্তার এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল(Animesh Mandal) জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি।অবশেষে এলাকার মানুষের ক্ষোভে সরব হয়ে অনিমেষবাবু জানিয়েছেন, “এই রাস্তা আমাদের গ্রামের লাইফলাইন। সাধারণ মানুষ থেকে কৃষক সকলের অসুবিধা হচ্ছে। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দেব।” এখন দেখার, পঞ্চায়েত সদস্যের এই পদক্ষেপের হুঁশিয়ারির পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় কি না, নাকি আবারও সমস্যার গর্তেই আটকে থাকবে কাটাবাগান গ্রামের রাস্তা। স্বরুপনগর বিধানসভার বিধায়িকা বিনা মন্ডল তিনি ভোট আসার আগে ওই গ্রামে এসে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়ার সাথে সাথে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে আসেন রাস্তার সমস্যা এবার জিতলেই ঠিক হয়ে যাবে।

কিন্তু গ্রামবাসীদের কাছ থেকে ভোট আদায় করে নিয়েছে বারবার তাই গ্রামবাসীরা আর ওই পাতা ফাঁদে পা দিতে চাইছেন না। তারা জানাচ্ছেন আগামী বিধানসভা ভোটের আগে যদি রাস্তা ভালো না হয় তাহলে ভোট বয়কটের ডাক দেবেন বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মহিলারা। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা মিলে রাস্তা সংস্কার করার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে স্বরূপনগর বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেন বলে জানিয়েছেন। তাতেও যদি কাজ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন। তাই ক্ষোভে গ্রামবাসীরা রাস্তার উপরে ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল হন মঙ্গলবার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

ব্যারাকপুর থেকে ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

আন্দুলে মৃতদেহ দাহ করার পর টাকার বিনিময়ে সার্টিফিকেট মিলছে মুদির দোকানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ