এই মুহূর্তে




আসানসোল স্টেশনে হাজার হাজার কুম্ভ যাত্রীর ট্রেনে উঠতে ব্যাপক বিশৃঙ্খলা, সামাল দিতে গলদঘর্ম রেলের




নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দিল্লির মতো একই পরিস্থিতি রবিবার সন্ধ্যায় আসানসোল রেলস্টেশন চত্বরে। প্রয়াগরাজগামী ট্রেন আসানসোল স্টেশনে(Asansoal Station) আসার আগে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। হাজার হাজার যাত্রী একে অপরের ঘাড়ে উঠে পড়েন। দড়ি দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে রেল কর্মী ও জিআরপি ও আরপিএফ জওয়ানদের হিমসিম খেতে হয়। রবিবার সন্ধ্যের সাড়ে সাতটায় আসানসোল স্টেশন থেকে কুম্ভগামী স্পেশাল ট্রেন ছাড়ে। সেই ট্রেন ধরতে দুপুর থেকে স্টেশন চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মত। যত বিকেলের দিকে সময় গিয়েছে তত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বেড়েছে। একটি মাত্র ট্রেন অথচ হাজার হাজার যাত্রী লক্ষ সকলের মহাকুম্ভে পূর্ণি করতে যাওয়া। আসানসোল স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে সন্ধে সাড়ে ছটা নাগাদ ট্রেনটি এসে পৌঁছয়। অসংরক্ষিত কামরা যাত্রী যারা তারা স্টেশনের বাইরে ব্যারিকেডের মধ্যে আটকে ছিল। এদিকে ট্রেন আসছে এই ঘোষণা হওয়া মাত্র সকলে উদ্বিগ্ন হয়ে পড়ে।

সকলেই প্লাটফর্মের দিকে ছুটতে শুরু করেন। যারা চেয়ারে বসে ছিলেন তারা চেয়ার মাথায় তুলে দৌড়াতে থাকেন। মাইকে বারবার ঘোষণা করে রেল পুলিশ সকলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। অবশেষে যাত্রীদের লাইন করে ট্রেনে তোলা হয়। লোটা কম্বল চেয়ার নিয়ে হাজার হাজার কম্বযাত্রী ওই ট্রেনে ওঠেন। রবিবার সন্ধ্যায় আসানসোল মুম্বাই এক্সপ্রেস ট্রেন চেপে হাজার হাজার মানুষ কুম্ভের উদ্দেশ্যে রওনা দেয়। দিল্লির মতো পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য রেলকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। রবিবার সকালেই আসানসোল স্টেশন পরিদর্শন করেছিলেন পূর্ব রেলের ডিআরএম চেতনা নন্দ সিংহ। তার নির্দেশ মতো স্টেশনের বাইরে অস্থায়ী ক্যাম্প করে যাত্রীদের রাখা হয়েছিল। পার্সেল অফিসের পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল যাত্রীদের জন্য। কিন্তু এত কিছু চেষ্টার পরেও ট্রেন প্লাটফর্মে ঢুকতে চরম উদ্বেগের ছবি ধরা পড়ে রবিবার সন্ধ্যায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শনিবার রাতে নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে১৮ জনের মৃত্যু হয় আহত হন বহু পুন্যার্থী। যারা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে অভিযোগ উঠেছিল রেলের ঘোষণা কে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছিল ওই বিভ্রান্তির জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় প্ল্যাটফর্মে।

দিল্লী পুলিশ জানিয়েছিল নামের শুরুতে প্রয়াগরাজ থাকা দুটি ট্রেনের ঘোষণা গিরি বিভ্রান্তি ছড়িয়েছিল নয়া দিল্লী স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। এর মধ্যে রেল ঘোষণা করেছিল প্রয়াগরাজ স্পেশাল ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসছে। যে যাত্রীরা ১৪ নম্বর প্লাটফর্মে পৌঁছে উঠতে পারেননি তারা মনে করেন প্রয়াগ রাজ এক্সপ্রেস ট্রেনে উঠতে পারেননি, তারা মনে করেন প্রয়াগরাজ এক্সপ্রেস ট্রেনটি ১৬ নম্বর প্লাটফর্মে আসছে। এর ফলে শেষ মুহূর্তে মালপত্র নিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার জন্য যাত্রীদের মধ্যে হুড়ো হুড়ি পড়ে যায়। তাতেই পদ পৃষ্ঠ হয়ে একাধিক জন মারা যান। যদিও রেল দাবী করেছে শনিবার রাতে নয়া দিল্লি স্টেশন থেকে মোট চারটি ট্রেন প্রয়াগরাজ যাওয়ার জন্য ছিল। সব ট্রেন সময় চলেছে যদিও প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের দাবি প্রয়াগ রাজ মুখী চারটি ট্রেনের মধ্যে তিনটি ট্রেন দেরিতে চলে এর ফলে স্টেশনে যাত্রীদের অপ্রত্যাশিত ভিড় জমে যায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

জড়িবুটি দিয়ে চিকিৎসার নামে অসুস্থ গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেফতার সাধু বাবা

‘অব কি বার ২০০ পার নয়’, বিজেপি কর্মীদের ১৮০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

গলায় ব্লেড চালিয়ে পাঁচ মাসের মেয়েকে খুন, ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর