চলতি নির্বাচনে কী '১১-এর পুনরাবৃত্তি! জল্পনা অধীরের কথায়
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভোটের ফলাফলের উপর নির্ভর করছে কংগ্রেসের অবস্থান। ভোটের ফলাফল ত্রিশঙ্কু হলে তৃণমূলকে সমর্থন করতে পারে কংগ্রেস। বুধবার এক সাংবাদিক বৈঠক থেকে এমনই ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ফলে ভোট আবহের মধ্যেই জল্পনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়, প্রয়োজন পড়লে কংগ্রেস কি তৃণমূলকে সমর্থন করতে পারে? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অধীরবাবু বলেন, 'পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটিস।' অর্থাৎ, রাজনীতি আসলে সম্ভাবনার শিল্প। এই কথার মাধ্যমে বোঝা গিয়েছে যে, প্রয়োজনে তৃণমূলকে সমর্থনের কথা উড়িয়ে দিলেন না খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি সোনিয়া গান্ধিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠানোর বিষয়টিকেও কংগ্রেসের নৈতিক জয় বলে উল্লেখ করেন তিনি। তবে এদিন অধীরবাবু তৃণমূলকে কটাক্ষ করে বলেন, 'আমরা সংযুক্ত মোর্চা নবান্ন দখলের লক্ষ্য এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে কোথায় যাবেন বলতে পারব না।'
প্রসঙ্গত, ২০১১ সালে কংগ্রেসের সমর্থনে বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল। কিন্তু এরপর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জোড়াফুল শিবির। ফলে ২০১৬-এর বিধানসভা নির্বাচনে লালকে সঙ্গী করে ভোট ময়দানে নামে কাটা হাত। সেই ভোটেও মানুষ মুখ ফিরিয়ে নেয় সেই জোটের থেকে। এরপর চলতি নির্বাচনেও তারা ফের একসঙ্গে ভোটযুদ্ধে নেমেছে,তবে এবারে তাদের সঙ্গে রয়েছে রাজনীতির ময়দানে নবাগত দল আইএসএফ। তাদের প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি উভয়েই।
এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়, প্রয়োজন পড়লে কংগ্রেস কি তৃণমূলকে সমর্থন করতে পারে? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অধীরবাবু বলেন, 'পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটিস।' অর্থাৎ, রাজনীতি আসলে সম্ভাবনার শিল্প। এই কথার মাধ্যমে বোঝা গিয়েছে যে, প্রয়োজনে তৃণমূলকে সমর্থনের কথা উড়িয়ে দিলেন না খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি সোনিয়া গান্ধিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠানোর বিষয়টিকেও কংগ্রেসের নৈতিক জয় বলে উল্লেখ করেন তিনি। তবে এদিন অধীরবাবু তৃণমূলকে কটাক্ষ করে বলেন, 'আমরা সংযুক্ত মোর্চা নবান্ন দখলের লক্ষ্য এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে কোথায় যাবেন বলতে পারব না।'
প্রসঙ্গত, ২০১১ সালে কংগ্রেসের সমর্থনে বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল। কিন্তু এরপর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জোড়াফুল শিবির। ফলে ২০১৬-এর বিধানসভা নির্বাচনে লালকে সঙ্গী করে ভোট ময়দানে নামে কাটা হাত। সেই ভোটেও মানুষ মুখ ফিরিয়ে নেয় সেই জোটের থেকে। এরপর চলতি নির্বাচনেও তারা ফের একসঙ্গে ভোটযুদ্ধে নেমেছে,তবে এবারে তাদের সঙ্গে রয়েছে রাজনীতির ময়দানে নবাগত দল আইএসএফ। তাদের প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি উভয়েই।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment