নিজস্ব প্রতিনিধি: মধ্যযুগীয় বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকল রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের পোষ্কার পাড়া গ্রাম। একাধিকবার পরপুরুষের সাথে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগে এক মহিলার বাড়িতে লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়ে মহিলাকে বেধড়ক মারধর করে তাঁর চুল কেটে, গলায় জুতার মালা পড়িয়ে দিল স্থানীয় মহিলারা।
ময়নাগুড়ি, ধূপগুড়ির পর এবার রাজগঞ্জেও মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক মহিলা। পরকীয়ার অভিযোগ ওই মহিলাকে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে জুতোর মালা পড়িয়ে তাঁকে সারা গ্রামে ঘোরানো হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে হওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে অন্নদা রায় নামে এক মহিলা তাঁর স্বামী সদানন্দ রায়কে ছেড়ে দু বার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। দুবারই পালিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই তিনি আবার বাড়ি ফিরে এলে তাঁকে গ্রহন করে নেন তাঁর স্বামী।
বেশ কয়েকমাস আগে তিনি তৃতীয়বার বাড়ি ছেড়ে চলে যান। এরপর শুক্রবার বিকেলে বাড়ি ফিরে আসেন। তাঁর বাড়ি ফিরে আসার খবর চাউর হতেই গ্রামের মহিলারা হাতে লাঠিসোঁটা নিয়ে একজোট হয়ে রাতে তাঁর বাড়িতে চড়াও হন। এরপর তাঁকে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে গলায় জুতোর মালা পড়িয়ে গোটা গ্রামে ঘোরানো হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল বাহিনী নিয়ে ছুটে আসেন রাজগঞ্জ থানার পুলিশ। বর্তমানে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছেন।
উল্লেখ্য, সম্প্রতি গত কয়েকমাসে জলপাইগুড়ি জেলায় পরকীয়ার অভিযোগ এই ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। আর এতেই আতঙ্কিত ওয়াকিবহাল মহল।