এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২৪ ঘণ্টায় রাজ্যে তিন জায়গায় গুলি, মৃত এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ২৪ ঘণ্টার মধ্যে তিন জায়গায় গুলি চালানোর অভিযোগ উঠল। বুধবার দুপুরে গুলি চলেছিল উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। এর পর কোচবিহা্রের শীতলকুচিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে বুধবার রাতে। ওই রাতে খড়গপুরের একটি বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠেছে। ডালখোলায় গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। শীতলকুচি এবং খড়গপুর, গুলিবিদ্ধ দুই ব্যক্তি পৃথক দুই হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডালখোলা এলাকার এক ভুট্টা ব্যবসায়ী বাজার থেকে ফিরছিলেন। ফেরার সময় পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত ব্যবসায়ীর নাম জাইদুল শেখ। অভিযোগ, বাড়ি ফেরার পথে জাইদুলের পথ আটকে টাকা চায় দুষ্কৃতীরা। কিন্তু জাইদুলবাবু টাকা দিতে অস্বীকার করায় গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্যদিকে বুধবার রাতে দোকান বন্ধ করার সময় শীতলকুচির ব্যবসায়ী প্রণয় দেবনাথকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, ওই রাতে প্রায় ১১টা নাগাদ তিন দুষ্কৃতী বাইকে চেপে আসে। এর পর মুদিখানা ব্যবসায়ী প্রণয়ের কাছে তোলা চান তারা। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন প্রণয়বাবু। আর তার জেরে গুলি চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় প্রণয় দেবনাথকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের বাংলো সাইড এলাকায় একটি বাড়িতে জানালা ভেঙে ঢুকে গুলি চালানোর অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম সুনীল গুপ্তা। গুলিবিদ্ধ সুনীল গুপ্তাকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি হয়। এর পর তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সুনীল গুপ্তা ও তাঁর প্রতিবেশী ছোটু সিংয়ের পরিবারের সঙ্গে বিবাদ শুরু হয় বাইক পড়ে যাওয়া নিয়ে। বিবাদ চরমে উঠলে খড়গপুর টাউন থানায় দুই পক্ষই অভিযোগ জানায়। সুনীল গুপ্তার পরিবারের অভিযোগ,  এদিন রাত প্রায় আড়াইটে নাগাদ ছোটু সিং-সহ প্রায় ৪০ জন বাড়ির জানালা ভেঙে সুনীলকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। আর তার জেরে গুলিবিদ্ধ হন সুনীল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাল্লুককে তরমুজ, চিতাবাঘকে ওআরএস, গরম থেকে বাঁচাতে রমনাবাগান চিড়িয়াখানায় বিশেষ মেনু

তীব্র তাপপ্রবাহ, সোমবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি!

ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম : দেবাংশু ভট্টাচার্য

বিধানসভা ভোটে গুলি চলা শীতলকুচির বুথে এবার থাকছে না সিআইএসএফ

‘রাম কবে বিজেপির হল?’ চন্দননগরে রামনবমীর পুজো দিয়ে প্রশ্ন রচনার

রাজ্যপালের কোচবিহার সফরে আপত্তি জানাল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর