27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:59 pm
নিজস্ব প্রতিনিধি: আবারও ব্যাপক জয় তৃণমূলের। ধরাশায়ী ‘নন্দকুমার মডেল’। সমবায়ের ১২টি আসনেই ব্যাপক জয় সবুজ শিবিরের (TMC)। জয়ী জোড়াফুল প্রতিনিধিদের কটাক্ষ, ‘রাম-বাম আঁতাত আবার প্রমাণিত হল। সেই সঙ্গে ব্যাপক ধস নামল অশুভ জোটে। জয়ী হল দিদির দলই’।
গত মঙ্গলবার নির্বাচন হয়েছিল এগরা-১ ব্লকের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। ভোট শুরু হয়েছিল সকাল ১০টা নাগাদ। ভোট শেষ হয়েছিল বিকেল ৪টে নাগাদ। মোট ভোটারের সংখ্যা ছিল ৯১০। মোট ১২টি আসনে নির্বাচন হয়েছিল। সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল। সমস্ত আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল ‘জোট’ও। নির্বাচনের দিন দেখা যায় ভোট দিয়েছেন ৭৭৩ জন।
ফলাফল প্রকাশ হতে দেখা যায় সমস্ত আসনেই জয়ী হয়েছে সবুজ শিবিরের প্রার্থী। তৃণমূলের সর্ব নিম্ন প্রাপ্ত ভোট ৫৫০টি, সর্বোচ্চ প্রাপ্ত ভোট ৫৫৭টি। অথচ বাম-রাম জোটের সর্বোচ্চ প্রাপ্ত ভোট ১৬০টি। জয় নিশ্চিত হতেই গণনা কেন্দ্র জুড়ে উড়তে থাকে সবুজ আবীর। পথচলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় বাড়তি অক্সিজেন জোগাবে তৃণমূলকে।
এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, সাধারণ মানুষ বুঝে গিয়েছে বাম এবং বিজেপি আলাদা আলাদা মতাদর্শের দল হলেও নিজেদের স্বার্থে জোট বাঁধছে। আর তাতেই পরাজয় নেমে এসেছে বাম ও রাম শিবিরে। জয় হচ্ছে সবুজ শিবিরের।