এই মুহূর্তে

সিঙ্গুরে বিজেপির ধর্না মঞ্চ শুদ্ধ করল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুর। কৃষিজমি রক্ষা আন্দোলনের পূণ্যভূমি। সেই আন্দোলন থেকেই রাজ্যের ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে এসেছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঙ্গুরকেই বিজেপি বেছে নিয়েছিল তাঁদের ধর্না আন্দোলনের জন্য। কৃষকদের জন্য বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে গেরুয়া শিবিরে কিষাণ মোর্চার তরফে ওই ধর্না আন্দোলনের আয়োজন করা হয়েছিল। সেই আন্দোলনে যোগ দিতে রাজ্য বিজেপির তাবড় তাবড় সব নেতারা দৌড় দিয়েছিলেন। কিন্তু তাঁদের নিজেদের গোষ্ঠীকোন্দলের জেরে সেই ধর্না আন্দোলন সুপারডুপার ফ্লপ হয়েছে। এবার সেই ধর্নামঞ্চের জমিই এদিন গোবরমাটি আর গঙ্গাজল দিয়ে ধুয়ে মুছে সাফ করে শুদ্ধ করল সিঙ্গুরের কৃষিজমি রক্ষা কমিটি, থুড়ি তৃণমূল।

বৃহস্পতিবারই শেষ হয়েছে বিজেপির ওই ধর্না আন্দোলন। সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিংহের ভেড়ি এলাকায় ওই ধর্নামঞ্চ গড়া হয়েছিল। এদিন সকালেই সেই ধর্নামঞ্চের সংলগ্ন জমি ‘শুদ্ধ’ করল কৃষিজমি রক্ষা কমিটি। গোবর দিয়ে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে ওই এলাকা ‘শুদ্ধ’ করা হয়েছে। এই কর্মসূচিতে এদিন যোগ দিয়েছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না এববং তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা। ছিলেন মহিলারাও। তাঁরা গোবর জল ও ঝাঁটা হাতে ওই জমি সাফ করার দায়িত্ব নেন। সিঙ্গুরের গোপালনগর, বেড়াবেড়ি, খাসের ভেড়ি, সিংহের ভেড়ি, দলুইগাছা, বাজেমেলিয়ার মতো গ্রাম থেকে ওই মহিলারা এসেছিলেন। শুদ্ধিকরণ করতে আসা স্থানীয় কৃষকরা এদিন জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ করেছেন তাতে এ রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক-কৃষক উপকৃত। চাষের জন্য যে অনুদান পাচ্ছি, তাও সারা দেশের মধ্যে নজিরবিহীন। সিপিএম জোর করে আমাদের কাছ থেকে জমি নিয়ে নিয়েছিল। দিদি জমি ফিরিয়ে দিয়েছেন। বিজেপিকে শুধু সিঙ্গুর থেকেই নয় সারা বাংলা থেকে তাড়াব বলে ঝাঁটা নিয়ে এসেছি।’

বেচারাম মান্নাও এদিন জানিয়েছেন, ‘সারা দেশে কৃষকদের প্রতি বঞ্চনা করেছে বিজেপি সরকার। কৃষকদের মারা হয়েছে। তাঁদের উপর এক বছর ধরে নিপীড়ন চালিয়েছে। এই পাপ করার পর সিঙ্গুরে এসে কৃষকপ্রেম দেখাচ্ছে। তাই সিঙ্গুরের কৃষকেরা এখানকার মাটি থেকে তাদের বিদায় করছে। এই মাটিতে বিজেপি-র মতো অপবিত্র শক্তির ছায়া পড়েছে। অশুদ্ধ হয়েছে জমি আন্দোলনের পুণ্যভূমি। তাই এই শুদ্ধিকরণ অভিযান। ২১টা লেবু, ২১টা লঙ্কা, গোবরমাটি আর গঙ্গাজল দিয়ে এই জমি শুদ্ধ করা হয়েছে। বিজেপি যে নাটক করতেই এসেছিল তা শুধু এখানকার কৃষকেরাই নয়, এখানকার বিজেপি কর্মী আর সমর্থকেরাও বুঝে গিয়েছেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে কটাক্ষ দিলীপের

দইয়ের পর এবার হুগলীর ঘুগনিতে মুগ্ধ রচনা, খেলেন আবার খাওয়ালেনও

‘ভগবানের’ প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, নেপথ্যে মৃত্যু কামনা

ভাটপাড়া থেকে নিখোঁজ ছাত্রীকে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ

হরিশচন্দ্রপুরের জমির সমস্যাকে কেন্দ্র করে দুষ্কৃতী হামলা ,এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর