এই মুহূর্তে




জেলাশাসকদের পর ১৭ এসডিও এবং ১৫১ বিডিওকে বদলি করল নবান্ন

নিজস্ব প্রতিনিধি: বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে পারদ চড়ছে। সোমবার বিকেলেই পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে এসআইআরের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যেই বাংলায় নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় ১৭ জন এসডিও(SDO) এবং ১৫১ জন বিডিওকে(BDO) বদলি করা হল।  এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন(Nabanna) থেকে। এর পাশাপাশি ২৬৩ জন ডাবলুবিসিএস(WBCS) আধিকারিককেও বদলি করা হয়।  মোট চারটি বিজ্ঞপ্তি জারি করে ৬৪ জন আমলার বদলির ঘোষণা করা হয়।এমনকি বাড়তি নজর দেওয়া হয়েছে স্পর্শকাতর জেলাগুলিতে।বদলি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদের জেলাশাসকদের।

শুধু তাই নয়, বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন সরকারি দপ্তরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের কথাও জানানো হয়েছে। কলকাতা পুরসভাতেও হয়েছে  রদবদল। সবমিলিয়ে মোট ৫৭ জন আধিকারিককে বদলি করা হয়েছে বলেই  নবান্নের বিজ্ঞপ্তি থেকে জানা  গিয়েছে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ছাড়াও হিডকো, হলদিয়া উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন  এই তালিকায়। ৬৪ জন আমলা ও ২২ জন এডিএমকে বদলি করা হয়েছে। ৫ জন ডব্লিউবিসিএস আধিকারি বদলি হয়েছেন।আগামী বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই করা হল এই বিরাট রদবদল। IAS শরদকুমার দ্বিবেদী ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। তাঁকে করা হয়েছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক হলেন IAS শশাঙ্ক শেঠি। তিনি  হিডকোর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাকে। প্রীতি গোয়েলকে করা হয়েছে মালদার জেলাশাসক, মুর্শিদাবাদের জেলাশাসকের পদে নিতিন সিঙ্ঘানিয়া, পুরুলিয়ার জেলাশাসকের পদে কোন্থম সুধীর। বীরভূমের জেলাশাসক হয়েছেন ধবল জৈন। বীরভূমের জেলাশাসক ছিলেন বিধান রায়। তাঁকে খাদ্য ও সরবরাহ বিভাগের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। ইউনিস রিশিন ইসমাইল হয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।  রাজু মিশ্র কোচবিহারের জেলাশাসক, আকাঙ্খা ভাস্কর ঝাড়গ্রামের জেলাশাসক এবং মণীশ মিশ্র হয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ