এই মুহূর্তে




শিলিগুড়িতে চিকিৎসক ও ঔষধ না পেয়ে ভাঙচুর সুপার অফিস,আটক ৩




নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক রোগি বিভাগে চিকিৎসক না থাকার কারণে মঙ্গলবার ওষুধ না পেয়ে বিক্ষোভ রোগী ও তাদের পরিবারের। এমনকি সুপারের অফিসে ভাঙচুর চালায় তারা। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।জানা যায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Uttarbanga Hospital) চলা চিকিৎসকদের আন্দোলনের জেরে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও তাদের পরিবারদের । ৪৮ ঘন্টার কর্মবিরতির জেরে নেই চিকিৎসক। যার জেরে ওষুধ পাচ্ছেন না এই বিভাগের রোগীরা।

তাদের অভিযোগ মঙ্গলবার দীর্ঘক্ষণ তারা বিভাগের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ওষুধ না মেলায় সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান। পরে সেখানে ভাঙচুর চালানো হয়।ঘটনার পরপরই মেডিকেল ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এবং ভাঙচুরের দায়ে তিনজনকে আটক করে পুলিশ। অন্যদিকে,রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি ছিল, সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু করতে হবে। স্বাস্থ্যসচিব(Helath Secretary) নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এই রেফারেন্স সিস্টেম চালু করা হয়েছে। রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু করতে হবে। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন পরীক্ষামূলকভাবে এই রেফারারেল সিস্টেম চালু করা হয়েছে।

অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে চালু হওয়ার কথা ছিল এবং সেই মতন মঙ্গলবার থেকে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। গোটা রাজ্য ছিল নভেম্বর মাস থেকেই এই নতুন সিস্টেম চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা জেলার হাসপাতালগুলিতে চালু হয়েছে রেফারেল সিস্টেম। কিভাবে কাজ করবে রেফারেল সিস্টেম? স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন (HIMS) সিস্টেমের মাধ্যমে কাজ করবে এই রেফারেল সিস্টেম। ক্যানিং হাসপাতাল থেকে ভাবুন কাউকে রেফার করা হলো এমআর বাঙ্গুর হাসপাতালে, তখন ক্যানিং হাসপাতাল থেকে এই সিস্টেমের মাধ্যমে এবার বাঙ্গুর হাসপাতালকে জানাতে হবে রোগী রেফারের ব্যাপারে।

এবার বাঙ্গুর হাসপাতাল খতিয়ে দেখবে যে বেড ফাঁকা রয়েছে কিনা যদি ফাঁকা থাকে তাহলে এই সিস্টেমের মাধ্যমেই তারা ক্যানিং হাসপাতালকে বার্তা পাঠাবেন এবং রোগীকে নিয়ে আসা হবে এমআর বাঙ্গুর হাসপাতালে । যদি এমআর বাঙ্গুর হাসপাতালে বেড না থাকে তাহলে এইচএমআইএস মাধ্যমে ক্যানিং হাসপাতালকে জানিয়ে দেওয়া হবে এবং অন্য জায়গায় স্থানান্তর করা হবে রোগীকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

LIVE

LIVE: কড়া নিরাপত্তায় শান্তিতেই চলছে রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচন

চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধে গ্রেফতার ৩

রানাঘাটে বাড়ি তৈরি করার মাটি খুঁড়তেই উঠে এল মানুষের কঙ্কাল

ফের কেন্দ্রীয় মোটর ভেহিকেলস আইন পুনর্বিবেচনা করার আবেদন বাস মালিকদের

‘কর্মসংস্থানের জন্য চালু হবে ওয়েব পোর্টাল’,পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মমতার

খড়্গপুর শহরে ঢুকে পড়লো ১২টি হাতির দল, ঝাড়গ্রামে পালিয়ে প্রাণ বাঁচাল ৩ সিভিক ভলেন্টিয়ার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ