উর্ধ্বমুখী পারদ, ডিসেম্বরেই রাজ্যজুড়ে বাড়ছে অস্বস্তি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: জানুয়ারির অর্ধেকও এখনও হয়নি, তার আগেই তাপমাত্রা ছুঁয়েছে ২৫ ডিগ্রির কোঠায়। দিন যত গড়াচ্ছে, ততই চড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই গৃহস্থের বাড়িতে চালু হয়ে গিয়েছে ফ্যান, এসি। তবে সামনেই রয়েছে মকর সংক্রান্তি। ফলে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে।
হাওয়া অফিসও জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে, অর্থাৎ মকর সংক্রান্তির তিন-চার দিন তাপমাত্রা খানিকটা কমতে পারে। তবে তা ফের বেড়ে যাবে। তবে সেই তাপমাত্রা কতখানি কমবে, তা স্পষ্ট নয়। আবহাওয়া দফতরের কথায়, বর্তমান তাপমাত্রার চেয়ে ৬-৭ ডিগ্রি সর্বাধিক কমতে পারে তাপমাত্রা। তাহলেও তা হবে ১৭-১৮ ডিগ্রির আশেপাশে। যা অন্যবারের তুলনায় অনেকটাই বেশি।
বিগত কয়েকদিন ধরে রাতের বেলায় তাপমাত্রা সামান্য কম থাকলেও দিনের বেলা ফিরছে সেই গরমের অস্বস্তি। রোদে বেরোলে শীতকাল না গরমকাল বোঝাই দায়। লেপ-কম্বলের পাট প্রায় শেষ বলেই মনে করছেন সকলে। গতকাল শহর কলকাতার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির আশেপাশে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি।
তবে সংক্রান্তি চলে গেলে এবারের মত শীতও বিদায় নেবে বলেই মনে করছে আবহাওয়াবিদেরা। যদিও পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেশি হলেও, উত্তর ভারতে তাপমাত্রা কমছে হু-হু করে। উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, পঞ্জাবে তাপমাত্রা কমতে পারে আরও ৫ ডিগ্রির মতো। এছাড়াও শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়ে গিয়েছে। এতকিছুর মধ্যেও লকডাউনে এবার বাঙালি সেভাবে শীতই উপভোগ করতে পারল না, সেটাই দুঃখের।
হাওয়া অফিসও জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে, অর্থাৎ মকর সংক্রান্তির তিন-চার দিন তাপমাত্রা খানিকটা কমতে পারে। তবে তা ফের বেড়ে যাবে। তবে সেই তাপমাত্রা কতখানি কমবে, তা স্পষ্ট নয়। আবহাওয়া দফতরের কথায়, বর্তমান তাপমাত্রার চেয়ে ৬-৭ ডিগ্রি সর্বাধিক কমতে পারে তাপমাত্রা। তাহলেও তা হবে ১৭-১৮ ডিগ্রির আশেপাশে। যা অন্যবারের তুলনায় অনেকটাই বেশি।
বিগত কয়েকদিন ধরে রাতের বেলায় তাপমাত্রা সামান্য কম থাকলেও দিনের বেলা ফিরছে সেই গরমের অস্বস্তি। রোদে বেরোলে শীতকাল না গরমকাল বোঝাই দায়। লেপ-কম্বলের পাট প্রায় শেষ বলেই মনে করছেন সকলে। গতকাল শহর কলকাতার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির আশেপাশে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি।
তবে সংক্রান্তি চলে গেলে এবারের মত শীতও বিদায় নেবে বলেই মনে করছে আবহাওয়াবিদেরা। যদিও পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেশি হলেও, উত্তর ভারতে তাপমাত্রা কমছে হু-হু করে। উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, পঞ্জাবে তাপমাত্রা কমতে পারে আরও ৫ ডিগ্রির মতো। এছাড়াও শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়ে গিয়েছে। এতকিছুর মধ্যেও লকডাউনে এবার বাঙালি সেভাবে শীতই উপভোগ করতে পারল না, সেটাই দুঃখের।
More News:
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
ধূপগুড়ির দুর্ঘটনায় আড়াই লক্ষের ক্ষতিপূরণ! ঘোষণা মুখ্যমন্ত্রী
20th January 2021
19th January 2021
নেতাজির জন্মদিনকে 'পরাক্রম দিবস' হিসেবে মানতে নারাজ তৃণমূল-ফরওয়ার্ড ব্লক
19th January 2021
19th January 2021
19th January 2021
সাহস থাকলে শুধু নন্দীগ্রামেই লড়াই করুন মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর
19th January 2021
দাবিদাওয়া নিয়ে সভায় প্রাণীমিত্ররা, মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী
Leave A Comment