এই মুহূর্তে




ফের নিম্নচাপের চোখরাঙানি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি: সদ্য ঘূর্ণিঝড় মান্থার চাপ সামাল দিয়েছে ভারত। তার মধ্যে হাজির আবার আরও এক নিম্নচাপ। মান্থা অন্ধপ্রদেশে প্রবল দুর্যোগের সৃষ্টি করেছিল ঠিকই, তার পরোক্ষ প্রভাব পড়েছিল বাংলাতেও। এদিকে নতুন করে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়াতে বঙ্গজনের কপালে ফের চিন্তার ভাঁজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র, হতে পারে হালকা বৃষ্টিও। আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মধ্য বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ সরে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছেছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবার। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূল অঞ্চলে নিম্নচাপের অবস্থান হবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎ সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলের সমুদ্র উত্তল থাকবে। ওই দিকের সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত রয়েছে এই নিষেধাজ্ঞা।

আজ বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বাকি জেলায় রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে ২০ ডিগ্রির নিচেই রয়েছে তাপমাত্রা।

রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। একটানা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই এইরকম আবহাওয়া থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সপ্তাহের শেষে হিমের পরশ সামান্য বাড়বে। হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। তাপমাত্রা সামান্য কমতে পারে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। উজ্জ্বল পরিবেশ থাকবে। সপ্তাহের শেষে শীত হালকা মারতে পারে।

কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালের দিকে হালকা শীতের অনুভূতি হবে। আকাশ পরিস্কার থাকবে। বৃহস্পতিবার থেকে রৌদ্রজ্জ্বল আকাশের সম্ভাবনা। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন কিছু হবে না। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। সপ্তাহান্তে তাপমাত্রা থাকতে পারে ২০ থেকে ২১ সেলসিয়াসের আশেপাশে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৭ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ২২ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ