23ºc, Haze
Thursday, 23rd March, 2023 5:02 am
নিজস্ব প্রতিনিধি: বাঙালির মনে আশঙ্কা ছিলই। এবার সেই কালো মেঘ আরও ঘনাল শরতের আকশে। নীল আকাশে সাদা মেঘের ভেলা এবছর থাকতে চলেছে অধরাই। ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল বঙ্গোপসাগরে। এবার হতে চলেছে নিম্নচাপ।
পুজোর (DURGA PUJA) সময় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে সপ্তমীতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাত হতে পারে ঝড়গ্রামেও। অষ্টমীতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় হতে পারে ভারী বৃষ্টিপাত। নবমীতেও পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। মানে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুই মেদিনীপুরেই হতে পারে ভারী বৃষ্টিপাত (HEAVY RAIN)।
উত্তরবঙ্গে রবিবার মানে সপ্তমী থেকে বাড়তে পারে বৃষ্টিপাত। তবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে নবমী মানে মঙ্গলবার পর্যন্ত। জানা গিয়েছে, দশমী’র দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং-এই ৫ জেলায়।