Comm Ad 2020-LDC Haringhata Meet

রাজ্যে করোনার সংক্রমণ আরও নিম্নমুখী, কমেছে দৈনিক মৃত্যু-ও

Share Link:

রাজ্যে করোনার সংক্রমণ আরও নিম্নমুখী, কমেছে দৈনিক মৃত্যু-ও

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আরও নিম্নমুখী। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭১১-তে। সেই সঙ্গে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর হার-ও। এক ধাক্কায় দৈনিক মৃত্যু প্রায় দুই তৃতীয়াংশ কমেছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫ জন। আগের দু’দিন টানা ১৪ জনের মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন বাদে মৃত্যুহীন দিন পার করল উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় ওই জেলায় মারণ ভাইরাসের ছোবলে একজনেরও মৃত্যু হয়নি।
 
শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৩ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৫৬ লক্ষ ৮৮ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭১১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১ দশমিক ৬৫ শতাংশে। করোনায় আক্রান্ত আরও পাঁচজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ১২৮ জন।’

সবচেয়ে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৯ জেলায় করোনার ছোবলে কোনও মৃত্যু ঘটেনি। কলকাতায় একজন প্রাণ হারালেও দীর্ঘদিন বাদে মৃত্যুহীন দিন পার করল উত্তর ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনাতেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হওয়ার পরিসংখ্যানও আশার আলো জাগাচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৫ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে জয় করলেন ১৪ লক্ষ ৯৭ হাজার ৯৫১ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ০৮ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ১২৯টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১৭১ জনে।

 

Comm Ad 2020-LDC epic

More News:

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

2020 New Ad HDFC 05

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

Comm Ad 2020-himalaya RC

নিউ ইয়র্কে শুরু হল মেট গালা ২০২১। নিউইয়র্কে এই অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। ফ্যাশন, স্টাইল ও দুর্দান্ত ডিজাউনে সব তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে। মেট গালার রেড কার্পেটে হাঁটার জন্য কী পরবেন সেলেবরা, তার প্রস্তুতি চলতে থাকে বছরের পর বছর ধরে। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল।

নিউ ইয়র্কে শুরু হল মেট গালা ২০২১। নিউইয়র্কে এই অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। ফ্যাশন, স্টাইল ও দুর্দান্ত ডিজাউনে সব তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে। মেট গালার রেড কার্পেটে হাঁটার জন্য কী পরবেন সেলেবরা, তার প্রস্তুতি চলতে থাকে বছরের পর বছর ধরে। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল।

দৃষ্টি আকর্ষণ করেছেন লিল নাসকের রাজকীয় পোশাক। সোনালি সুপারহিরোর পোশাকে হাজির ছিলেন তিনি।

দৃষ্টি আকর্ষণ করেছেন লিল নাসকের রাজকীয় পোশাক। সোনালি সুপারহিরোর পোশাকে হাজির ছিলেন তিনি।

সম্পূর্ণ কালো পোশাক নজর কাড়লেন কিম কারদাশিয়ান।

সম্পূর্ণ কালো পোশাক নজর কাড়লেন কিম কারদাশিয়ান।

রালফ লরেনের তৈরি পশমের পোশাকে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন বেন অ্যাফ্লেক। এ বার সামাজিক অনুষ্ঠানেও দেখা দিলেন যুগলে। মেট গালা ২০২১-এর হোয়াইট কার্পেটে অবশ্য আলাদাই হাঁটলেন জেনিফার ও বেন। ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।

রালফ লরেনের তৈরি পশমের পোশাকে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন বেন অ্যাফ্লেক। এ বার সামাজিক অনুষ্ঠানেও দেখা দিলেন যুগলে। মেট গালা ২০২১-এর হোয়াইট কার্পেটে অবশ্য আলাদাই হাঁটলেন জেনিফার ও বেন। ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।

সুপার মডেল ইমন চমত্কার পালকযুক্ত স্বর্ণ এবং বেইজ হেডড্রেস এবং স্কার্ট বেছে নিয়েছিল। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস দেখাল চক্রের মতো।

সুপার মডেল ইমন চমত্কার পালকযুক্ত স্বর্ণ এবং বেইজ হেডড্রেস এবং স্কার্ট বেছে নিয়েছিল। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস দেখাল চক্রের মতো।

Voting Poll (Ratio)

Comm Ad 2020-LDC Egg
Comm Ad 2020-LDC Momo