এই মুহূর্তে




রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের বাড়ল, কমল মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: বাঙালির প্রিয় উ‍ৎসব দুর্গাপুজো যত এগিয়ে আসছে, ততই চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬২ জন। আগের দিন রাজ্যে সংক্রমিত হয়েছিলেন ৭৪৪ জন। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু অবশ্য কমেছে। গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ১১ জন।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে বলা হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪১ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭৬২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৫ হাজার ৬৪৫ জনে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১ দশমিক ৮৬ শতাংশ। একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৭২৭ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে হয়েছেন ৭৬৬ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৩৯ হাজার ২৪৪ জন। সুস্থতার হার একই জায়গায় দাঁড়িয়ে (৯৮ দশমিক ৩১ শতাংশ)। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ১৫টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭৪ জনে।’

দৈনিক সংক্রমণে রাজ্যে যথারীতি শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় একদিনে সংক্রমিত হয়েছেন ১২৭ জন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ