এই মুহূর্তে




‘এত মানুষের মৃত্যুর দায় কার’?, প্রশ্ন তুলল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি : প্রস্তুতি ছাড়া SIR-এর কাজ চলছে। তৃণমূল আগেই বলেছে, এত কম সময়ে কাজ হয় না। এত মানুষের মৃত্যুর দায় কার? রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তুলল তৃণমূল। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সাংসদদের ৫ প্রশ্নের কোন উত্তর দেয়নি নির্বাচন কমিশন।এসআইআর-র বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে এই কাজে ৭দিন সময় বাড়ানো হয়েছে। এখন সমস্য়াটা বোঝা যাচ্ছে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ১০ প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন আধিকারিকের সামনে পাঁচটি প্রশ্ন তুলেছিলেন তাঁরা। কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর মেলেনি। SIR নিয়ে তাড়াহুড়োর বিরুদ্ধে তৃণমূল। সময় নিয়ে এসআই করার কথা বলা হয়েছিল। এত মানুষের মৃত্যুর দায় কারা নেবে? তৃণমূল এসআইআর-এর বিরুদ্ধে নয়। এই প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ার বিরুদ্ধে ঘাসফুল শিবির।

পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। প্রথমে ঠিক হয়েছিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। এখন তা পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হল। ফলে পিছোতে হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার দিনও। ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বাড়ানো হয়েছে SIR-এর এন্যুমারেশন ফর্ম বিলির তারিখও। ৪ ডিসেম্বর আর নয়, ১১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি করা যাবে। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে দিন।

 অন্য়দিকে, এই সাতদিন সময় বৃদ্ধিতে খুশি নন বিএলওরা। তাঁদের বক্তব্য ৭ দিন সময় বাড়িয়ে লাভ নেই। প্রত্যন্ত গ্রামে এনুমারেশন ফর্ম পৌঁছানো সম্ভবই হয়নি। সেখানে ৭ দিনের মধ্যে কীভাবে সম্ভব হবে। বিএলওরা বলছেন এ আসলে নির্বাচন কমিশনের চাল। বিজ্ঞপ্তি দিয়ে দিন পিছোনোর কথা জানিয়েছে কমিশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়ায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত বালক

হাবড়াতে বাংলাদেশি নাবালিকাকে বিয়ে করে নিয়ে এসে গ্রেফতার যুবক

আধার ও ভোটার কার্ড জাল করে অন্যকে বাবা-মা সাজিয়ে SIR ফর্ম পূরণ ,অভিযোগ বিডিওর কাছে

হুমায়ুনের ‘বাবরি মসজিদ’ নিয়ে সুর চড়ালেন সিদ্দিকুল্লা

‘‌উন্নয়নের পাঁচালি’‌ দিয়ে মুখ্যমন্ত্রী গড়ে দিলেন ১০ পর্যবেক্ষকের বাহিনী, নেপথ্য কারণ কী?‌

৩ দিনের জেলা সফরে বহরমপুর পৌঁছলেন মমতা, বুধবার গাজোলে সভা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ