এই মুহূর্তে




বঙ্গে কড়া নাড়ছে শীত, স্বাভাবিকের নিচে তাপমাত্রা, উত্তরে দেখা কাঞ্চনজঙ্ঘার

নিজস্ব প্রতিনিধি : বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমতে শুরু করার সঙ্গে সঙ্গে রাজ্যে কড়া নাড়ছে শীত। সকাল থেকেই কুয়াশার চাদর দেখতে পাওয়া গিয়েছে শহর কলকাতা থেকে জেলায়। মঙ্গলবার সকালেও কলকাতার তাপমাত্রা কমেছে। স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা ।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে, শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে শহর থেকে জেলায়। শনিবার থেকে সোমবারের মধ্যে কলকাতার তাপমাত্রা কমেছে চার ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় ও ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গিয়েছে। তারপরেই ঠান্ডা নামতে শুরু করেছে নভেম্বরের শুরু থেকেই। শনিবারের তুলনায় সোমবার রাতে তাপমাত্রা অনেকটাই নেমেছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়েছে, শনিবার কলকাতার তাপমাত্রা রাতে ছিল ২৫.১। রবিবার সেই তাপমাত্রা কমে প্রায় ২ ডিগ্রি। সেদিন কলকাতার রাতের তাপমাত্রা ছিল ২৩.২। সোমবার সেই তাপমাত্রা কমেছে আরও ২ডিগ্রি। ফলে ধীরে ধীরে শহর কলকাতার রাতের তাপমাত্রা নামছে। মঙ্গলবার সকাল থেকে শিরশিরে অনুভূতি হয়েছে শহর থেকে জেলায়। দেখা গিয়েছে কুয়াশাও। পুরুলিয়াতে ঠান্ডা পোশাক পরতেও দেখা গিয়েছে মানুষকে।

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র একই ছবি। দুর্যোগ কাটতে শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। মঙ্গলবার সকাল থেকে দেখা গিয়েছে ঝকঝকে আকাশ। নীল আকাশের ক্যানাভাসে কাঞ্চনজঙ্গার দৃশ অপরূপ। পর্যটকদের কাছে এযেন বিশেষ পাওনা। বিগত কয়েকদিন দুর্যোগের কারণে দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার। কিন্তু মঙ্গলবার সকালে জলপাইগুড়ির করোলা নদীর পাড়, তিস্তার পাড় সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা গিয়েছে।

তবে এই আনন্দের মাঝেও বঙ্গোপসাগরের উপরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। এর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না। কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ