বাংলা থেকে বিদায়ের পথে শীত! পারা চড়বে আগামী দুই দিনে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: শীত যে এবারে তাড়াতাড়ি বিদায়ের পথ ধরবে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেই পূর্ভাবাস যে মিলতে চলেছে তা বেশ মালুম হয়েছে পৌষ শেষের হপ্তাতেই। পারা চড়তে চড়তে সেই সময়ে খাস কলকাতার বুকেই সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। তারপরে পারা আবারও নেমেছে। এদিনও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এবার আবহাওয়াবিদদের দাবি, এবারের মতো সম্ভবত আর নীচে নামবে না পারা। বরঞ্চ আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিনবঙ্গে অন্তত ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে। সেই হিসাবে এদিনই সম্ভবত বাংলার বুকে মিলবে এই মরশুমের মতো শেষ শীতের কামড়।
আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, সোমবার থেকেই বদলে যাবে রাজ্যের শীতচিত্র। কমবে শীত, চড়বে পারদ। আগামী দু’দিনে অন্তত ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। সোম এবং মঙ্গলবারের বেড়ে যাওয়া তাপমাত্রার আঁচ পাওয়া যেতে পারে সপ্তাহভর। একই সঙ্গে বাংলার বুকে আগামী এক থেকে দেড় সপ্তাহ বেশ ভালই দাপট দেখা যাবে কুয়াশার। আগামী ২৪ ঘন্টায় মালদহ, দুই দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। তার জেরে এই সব জেলায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের কাছাকাছি। কলকাতায় সকালে সামান্য কুয়াশার দাপট থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। এদিন সকালে ঘন কুয়াশার কারণে দমদম বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি বিমান ছাড়তে দেরি হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল বিশ্ববাংলা সরণি, সল্টলেক, রাজারহাট, ভিআইপি রোড, রুবি মোড়-সহ শহরের একাধিক জায়গা। একই ছবি দেখা গিয়েছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, উত্তর ২৪ পরগনায় বনগাঁ, বারাসত, হাবড়া, অশোকনগরে। এমনিতেই রবিবারের সকাল, রাস্তায় গাড়ি-ঘোড়া কম। তার উপর কুয়াশার কারণে যানবাহনের গতিও ধীর ছিল এদিন।
আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, সোমবার থেকেই বদলে যাবে রাজ্যের শীতচিত্র। কমবে শীত, চড়বে পারদ। আগামী দু’দিনে অন্তত ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। সোম এবং মঙ্গলবারের বেড়ে যাওয়া তাপমাত্রার আঁচ পাওয়া যেতে পারে সপ্তাহভর। একই সঙ্গে বাংলার বুকে আগামী এক থেকে দেড় সপ্তাহ বেশ ভালই দাপট দেখা যাবে কুয়াশার। আগামী ২৪ ঘন্টায় মালদহ, দুই দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। তার জেরে এই সব জেলায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের কাছাকাছি। কলকাতায় সকালে সামান্য কুয়াশার দাপট থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। এদিন সকালে ঘন কুয়াশার কারণে দমদম বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি বিমান ছাড়তে দেরি হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল বিশ্ববাংলা সরণি, সল্টলেক, রাজারহাট, ভিআইপি রোড, রুবি মোড়-সহ শহরের একাধিক জায়গা। একই ছবি দেখা গিয়েছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, উত্তর ২৪ পরগনায় বনগাঁ, বারাসত, হাবড়া, অশোকনগরে। এমনিতেই রবিবারের সকাল, রাস্তায় গাড়ি-ঘোড়া কম। তার উপর কুয়াশার কারণে যানবাহনের গতিও ধীর ছিল এদিন।
More News:
26th February 2021
দেখে নিন কবে রাজ্যের কোথায় নির্বাচন, রইল কেন্দ্রওয়াড়ি বিস্তারিত বিবরণ
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ফের ‘বিজেপি ঘনিষ্ঠ’ অজয় নায়েক
26th February 2021
26th February 2021
সায়নী-সুদেষ্ণার সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, প্রার্থীপদ নিয়ে জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
Leave A Comment