পারা নামলেও কলকাতায় আর ফিরবে না শীত
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর আগে থেকেই কলকাতা সহ বাংলায় ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা। বেড়ে চলেছিল সর্বনিম্ন তাপমাত্রাও। রবি সকালে হঠাৎই তাতে লাগলো ধাক্কা। কিছুটা হলেও নামলো পারদ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তাই এদিন সকালে অনেকেই শীতের হালকা আমেজ পেয়েছেন। কিন্তু বেলা গড়াতেই উধাও হল সেই ছবি। বেলাতে রোদ যত চড়েছে ততই পাল্লা দিয়ে চড়েছে পারা। আর তার জেরেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ভোরের দিকে পারা নামলেও এখন নিত্যদিনই একটু একটু করে বেড়ে চলবে সর্বোচ্চ তাপমাত্রা। আর তার জেরেই শীতের আর সম্ভাবনা নেই কলকাতায় ফেরত আসার। তবে উত্তরবঙ্গে ও দক্ষিনবঙ্গের কিছু জেলায় আরও কয়েকদিন শীতের আমেজ থেকে যাবে।
ফাল্গুন পড়তেই বাংলা থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে শীত। কলকাতাতেও রীতিমত গরম। জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সাধারণত সরস্বতী পুজো অবধি শীতের আমেজ থাকে। কিন্তু এবার সে ছবিতে বদল ঘটে গিয়েছে। গত কয়েকদিনে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে। কিবন্তু এদিন সকালে কিছুটা হলেপ পারা পতন ঘটেছে খাস কলকাতার বুকে। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নিচে নেমে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে পারদের এই ওঠানামা খুব বেশিদিন স্থায়ী হবে না। বুধবার থেকে আবারও বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতেই তাপমাত্রার এই ওঠানামার ঘটনা ঘটছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। তার জেরে আগামী দু’দিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীরের লাদাখ এবং সংলগ্ন এলাকায়। তার হাত ধরে উত্তর ভারতে কিছুটা প্রভাব পড়লেও পূর্ব ভারতে তার কোনও রেশ পড়বে না বলেই জানিয়ে দিয়েছে দিল্লির মৌসম ভবন। তাই এবারের মতো কলকাতায় আর শীত ফেরার কোনও সম্ভাবনা নেই। বরঞ্চ শীতের জন্য কলকাতা তথা বঙ্গবাসীকে আগামী বছরের জন্যই অপেক্ষা করতে হবে।
ফাল্গুন পড়তেই বাংলা থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে শীত। কলকাতাতেও রীতিমত গরম। জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সাধারণত সরস্বতী পুজো অবধি শীতের আমেজ থাকে। কিন্তু এবার সে ছবিতে বদল ঘটে গিয়েছে। গত কয়েকদিনে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে। কিবন্তু এদিন সকালে কিছুটা হলেপ পারা পতন ঘটেছে খাস কলকাতার বুকে। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নিচে নেমে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে পারদের এই ওঠানামা খুব বেশিদিন স্থায়ী হবে না। বুধবার থেকে আবারও বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতেই তাপমাত্রার এই ওঠানামার ঘটনা ঘটছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। তার জেরে আগামী দু’দিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীরের লাদাখ এবং সংলগ্ন এলাকায়। তার হাত ধরে উত্তর ভারতে কিছুটা প্রভাব পড়লেও পূর্ব ভারতে তার কোনও রেশ পড়বে না বলেই জানিয়ে দিয়েছে দিল্লির মৌসম ভবন। তাই এবারের মতো কলকাতায় আর শীত ফেরার কোনও সম্ভাবনা নেই। বরঞ্চ শীতের জন্য কলকাতা তথা বঙ্গবাসীকে আগামী বছরের জন্যই অপেক্ষা করতে হবে।
More News:
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment