মহিলা মোর্চার হিড়িক সামলাতে কাল ঘাম ছুটল বিজেপির
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ভোট! আর ভোটের আগে নেতা-কর্মীদের চাঙ্গা করতে আগামী রবিবার অর্থাৎ ৭ই মার্চ ব্রিগেডে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সমাবেশে উত্তর থেকে দক্ষিণ সব প্রান্ত থেকেই কর্মী আসবেন বলে দাবি বিজেপির। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে এবার ব্যাপক উত্তেজনা দেখা গেল জলপাইগুড়ির মহিলা মোর্চার কমিটিতে।
এই কর্মসূচীকে কেন্দ্র করে সম্প্রতি জলপাইগুড়ির মহিলা মোর্চার কমিটির পক্ষ থেকে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে মূলত জানানো হয়েছিল, এই জেলার বুথ প্রতি ২০ জন বিজেপি কর্মীদের এবারে ব্রিগেড নিয়ে যাওয়া হবে। কিন্তু উত্তেজনা বসত সেই সংখ্যা গিয়ে দাড়ায় ৫০ জন (মহিলা ও পুরুষ মিলিয়ে)। জলপাইগুড়ি জেলায় বিজেপির বুথের সংখ্যা ২০০৮টি। অর্থাৎ প্রতিটি বুথ থেকে যদি ২৫ জন করেও মহিলা ব্রিগেডে যান তাহলে সেক্ষেত্রে শুধু মহিলার সংখ্যা হবে ৫০,০০০। সেক্ষত্রে মহিলাদের থাকা, খাওয়ার জায়গা নিয়ে সমস্যায় পরতে পারেন তাঁরা। সেই কথা মাথায় রেখে এবার জেলার ৩৩ টি মন্ডলের বাছাই করা নেত্রীদের নিয়ে জেলার মহিলা মোর্চার অবসারভারের সাথে জরুরি বৈঠক ডেকে বেশ কিছু সিদ্ধান্ত নেয় বিজেপি মহিলা মোর্চা জেলা কমিটি।
এই কমিটি থেকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে সেইগুলি হল-
১) বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা থেকে যাবে দুটি ট্রেন। যেই ট্রেনের ভাড়া দেবে বিজেপি।
২) প্রত্যেক বুথ থেকে যারা যাবে তাদের সকলের নাম, ঠিকানা, ছবি ও মোবাইল নং বুথ নেতৃত্বের কাছে দিতে হবে।
৩) দুটি ট্রেনে খুব বেশি হলে হাজার পাচেক মানুষ যাবে। বাকিদের যাতায়াত, থাকা খাওয়া নিজ দায়িত্বে করতে হবে।
৪) ট্রেনে বা বাসে যাতায়াতের সুবিধার জন্য গেরুয়া বা সাদা রঙের চুরিদার পরে যেতে হবে। যাতে চিনতে সুবিধা হয়।
৫) ব্রিগেড ময়দানে জনসভায় যেতে শাড়ি পড়তে হবে। যার রঙ হতে হবে গেরুয়া অথবা লাল পাড় সাদা শাড়ি।
পাশাপাশি এদিন জলপাইগুড়ির বিজেপির মহিলা মোর্চার সভাপতি টিনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "আমাদের মহিলা সদস্যদের মধ্যে ব্রিগেড চলো নিয়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে দেখে আমরা আজ জরুরি বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নিলাম। আমরাও দেখিয়ে দিতে চাই মহিলারা পুরুষদের থেকে কোনো অংশে কম নয়। আমরা জলপাইগুড়ি জেলা থেকে অন্তত ৫০০০০ মহিলা মোর্চার সদস্যদের ব্রিগেড নিয়ে যাবো।"
এই কর্মসূচীকে কেন্দ্র করে সম্প্রতি জলপাইগুড়ির মহিলা মোর্চার কমিটির পক্ষ থেকে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে মূলত জানানো হয়েছিল, এই জেলার বুথ প্রতি ২০ জন বিজেপি কর্মীদের এবারে ব্রিগেড নিয়ে যাওয়া হবে। কিন্তু উত্তেজনা বসত সেই সংখ্যা গিয়ে দাড়ায় ৫০ জন (মহিলা ও পুরুষ মিলিয়ে)। জলপাইগুড়ি জেলায় বিজেপির বুথের সংখ্যা ২০০৮টি। অর্থাৎ প্রতিটি বুথ থেকে যদি ২৫ জন করেও মহিলা ব্রিগেডে যান তাহলে সেক্ষেত্রে শুধু মহিলার সংখ্যা হবে ৫০,০০০। সেক্ষত্রে মহিলাদের থাকা, খাওয়ার জায়গা নিয়ে সমস্যায় পরতে পারেন তাঁরা। সেই কথা মাথায় রেখে এবার জেলার ৩৩ টি মন্ডলের বাছাই করা নেত্রীদের নিয়ে জেলার মহিলা মোর্চার অবসারভারের সাথে জরুরি বৈঠক ডেকে বেশ কিছু সিদ্ধান্ত নেয় বিজেপি মহিলা মোর্চা জেলা কমিটি।
এই কমিটি থেকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে সেইগুলি হল-
১) বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা থেকে যাবে দুটি ট্রেন। যেই ট্রেনের ভাড়া দেবে বিজেপি।
২) প্রত্যেক বুথ থেকে যারা যাবে তাদের সকলের নাম, ঠিকানা, ছবি ও মোবাইল নং বুথ নেতৃত্বের কাছে দিতে হবে।
৩) দুটি ট্রেনে খুব বেশি হলে হাজার পাচেক মানুষ যাবে। বাকিদের যাতায়াত, থাকা খাওয়া নিজ দায়িত্বে করতে হবে।
৪) ট্রেনে বা বাসে যাতায়াতের সুবিধার জন্য গেরুয়া বা সাদা রঙের চুরিদার পরে যেতে হবে। যাতে চিনতে সুবিধা হয়।
৫) ব্রিগেড ময়দানে জনসভায় যেতে শাড়ি পড়তে হবে। যার রঙ হতে হবে গেরুয়া অথবা লাল পাড় সাদা শাড়ি।
পাশাপাশি এদিন জলপাইগুড়ির বিজেপির মহিলা মোর্চার সভাপতি টিনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "আমাদের মহিলা সদস্যদের মধ্যে ব্রিগেড চলো নিয়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে দেখে আমরা আজ জরুরি বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নিলাম। আমরাও দেখিয়ে দিতে চাই মহিলারা পুরুষদের থেকে কোনো অংশে কম নয়। আমরা জলপাইগুড়ি জেলা থেকে অন্তত ৫০০০০ মহিলা মোর্চার সদস্যদের ব্রিগেড নিয়ে যাবো।"
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment