যোগীর নজরে অ্যান্টি রোমিও স্কোয়াড! ছাত্রের কাঠগড়ায় শিক্ষক
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বাংলা দখল করতে মোদি থেকে যোগী সবাই এখন করছেন ডেলি-প্যাসেঞ্জারী। এদিনও যোগী সভা করেছেন হুগলির চাঁপদানিতে। সেখানকার সভা থেকেই দিয়েছেন তিনি রাজ্যের যুবকদের কার্যত প্রাণে মারার হুমকি। সেই হুমকির নেপথ্যে মেয়েদের স্কুল। বলেছেন, ‘যেসব গুন্ডারা মেয়েদের স্কুলের বাইরে ঘুরে বেড়াবে তাদের জন্য অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি হবে। ধরবে আর ফেলবে।’ যোগীর এই অমৃতবাণীকেই এখন রাজ্যের তরুণ প্রজন্মের বিরুদ্ধে প্রাণে মারার হুমকি হিসাবেই দেখছেন সবাই। এই যখন অবস্থা তখন রাজ্যেরই এক স্কুলছাত্র থানায় গিয়ে শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছে। কেননা ওই ছাত্র স্কুলেরই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল ছবি ক্রমাগত পোস্ট করায় তাকে মারধর করেছিলেন ওই শিক্ষক। স্বাভাবিক ভাবেই যোগীর মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা হলেও বর্তমান তরুন প্রজন্মের মানসিকতা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন থেকে যায়।
হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে বৈদ্যবাটির ডি এস পার্ক মাঠে এদিন জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার এলে কী কী করা হবে। সেই প্রসঙ্গেই এসেছে অ্যান্টি রোমিয়ো স্কোয়াড তৈরির বিষয়টি। যোগী বলেছেন, ‘কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে হবে। মেয়েদের জন্য গণপরিবহনেও কোনও খরচা লাগবে না। বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুণ্ডারা ঘুরে বেড়ায়, তাঁদের জন্য স্কুলের বাইরে ঘুরবে অ্যান্টি রোমিও স্কোয়াড। ধরবে আর ফেলবে। আমরা যা বলি তা করি।’ যোগীর এই প্রাণে মারার হুমকিকেই ভাল ভাবে দেখছেন না রাজ্যের সুশীল সমাজের বড় অংশ। ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের বিশিষ্টজন থেকে বিদ্বজন সমাজও।
এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর ডনবসকো হাইস্কুলের একাদশ শ্রেণির এক ছাত্র স্কুলেরই ফিলোজফি শিক্ষকের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দায়ের করেছে। ছাত্রটির অভিযোগ, ‘আমাদের স্কুল থেকে পড়াশোনার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমিও সেটিতে রয়েছি। মাসখানেক আগে আমার পাশের বাড়ির একটি অল্পবয়সি ছেলে গেম খেলার জন্য আমার মোবাইল ফোনটি নিয়েছিল। সেইসময় সে না বুঝে একটি অশ্লীল ছবি ওই গ্রুপে পাঠিয়ে দেয়। যদিও সেটা মাসখানেক আগের ঘটনা। আমি দেখার পরই তড়িঘড়ি সেটা মুছে দিয়েছিলাম। মঙ্গলবার আমাদের স্কুলের দর্শনের শিক্ষক দিলীপ সিংহ আমাকে স্কুলে ডাকেন। গত তিনদিন ধরে আমার মোবাইল থেকে একের পর এক অশ্লীল ছবি পাঠানো হচ্ছে বলে অভিযোগ করে স্কুলের অফিসঘরের মধ্যে আমাকে বেধড়ক মারধর করেন। আমি কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি ছিলাম। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। আমি ওই শিক্ষকের নামে তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।’ যদিও দিলীপ সিংহ নামে ওই শিক্ষকের বক্তব্য, ‘স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ছাত্র একের পর এক অশ্লীল ছবি পাঠাচ্ছিল। তাকে স্কুলে ডেকে শাসন করতে গেলে সে উলটে মারমুখী হয়ে ওঠে। তখন তাকে হালকা করে চড় মেরে শাসন করা হয়েছে মাত্র।’
হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে বৈদ্যবাটির ডি এস পার্ক মাঠে এদিন জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার এলে কী কী করা হবে। সেই প্রসঙ্গেই এসেছে অ্যান্টি রোমিয়ো স্কোয়াড তৈরির বিষয়টি। যোগী বলেছেন, ‘কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে হবে। মেয়েদের জন্য গণপরিবহনেও কোনও খরচা লাগবে না। বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুণ্ডারা ঘুরে বেড়ায়, তাঁদের জন্য স্কুলের বাইরে ঘুরবে অ্যান্টি রোমিও স্কোয়াড। ধরবে আর ফেলবে। আমরা যা বলি তা করি।’ যোগীর এই প্রাণে মারার হুমকিকেই ভাল ভাবে দেখছেন না রাজ্যের সুশীল সমাজের বড় অংশ। ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের বিশিষ্টজন থেকে বিদ্বজন সমাজও।
এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর ডনবসকো হাইস্কুলের একাদশ শ্রেণির এক ছাত্র স্কুলেরই ফিলোজফি শিক্ষকের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দায়ের করেছে। ছাত্রটির অভিযোগ, ‘আমাদের স্কুল থেকে পড়াশোনার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমিও সেটিতে রয়েছি। মাসখানেক আগে আমার পাশের বাড়ির একটি অল্পবয়সি ছেলে গেম খেলার জন্য আমার মোবাইল ফোনটি নিয়েছিল। সেইসময় সে না বুঝে একটি অশ্লীল ছবি ওই গ্রুপে পাঠিয়ে দেয়। যদিও সেটা মাসখানেক আগের ঘটনা। আমি দেখার পরই তড়িঘড়ি সেটা মুছে দিয়েছিলাম। মঙ্গলবার আমাদের স্কুলের দর্শনের শিক্ষক দিলীপ সিংহ আমাকে স্কুলে ডাকেন। গত তিনদিন ধরে আমার মোবাইল থেকে একের পর এক অশ্লীল ছবি পাঠানো হচ্ছে বলে অভিযোগ করে স্কুলের অফিসঘরের মধ্যে আমাকে বেধড়ক মারধর করেন। আমি কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি ছিলাম। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। আমি ওই শিক্ষকের নামে তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।’ যদিও দিলীপ সিংহ নামে ওই শিক্ষকের বক্তব্য, ‘স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ছাত্র একের পর এক অশ্লীল ছবি পাঠাচ্ছিল। তাকে স্কুলে ডেকে শাসন করতে গেলে সে উলটে মারমুখী হয়ে ওঠে। তখন তাকে হালকা করে চড় মেরে শাসন করা হয়েছে মাত্র।’
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment