আজ মালদায় সভা যোগী আদিত্যনাথের, তৃণমূলে বড়সড় ভাঙন!
Share Link:

নিজস্ব প্রতিনিধি, মালদা: পাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভা ফ্লপ হয়ে যায়, এই আশঙ্কায় মঙ্গল ও বুধবারের কলকাতা সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মোদি রাজ্যে আসার আগে হিন্দুত্বের অস্ত্রে শান দিয়ে রাজনৈতিক লাভের ফসল ঘরে তুলতে আজ ঝটিকা সফরে মালদায় আসছেন হিন্দুত্বের পোস্টার বয় তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিবাসী অধ্যুষিত গাজোলে সভা করার পাশাপাশি দলের পক্ষ থেকে বের করা ‘পরিবর্তন রথযাত্রা’য় কিছুটা সওয়ারও হবেন তিনি। আর যোগী আদিত্যনাথের সভা ঘিরে জেলার রাজনৈতিক মহলে নানা জল্পনা সোমবার বিকাল থেকেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল দাবি করেছেন, ‘আজ যোগীর সভাতেই জেলার একাধিক তৃণমূল জনপ্রতিনিধি ও শীর্ষ নেতা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। তার মধ্যে বেশ কয়েকটি চমকও থাকবে।’ যদিও সেই সারপ্রাইজ উহ্যই রেখেছেন তিনি। তবে জল্পনা ছড়িয়েছে, গাজোলের কলেজ মাঠে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের জনসভায় মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা গৌরচন্দ্র মণ্ডল, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর কার্তিক সিং সহ আরও কয়েকজন পরিচিত তৃণমূল নেতা বিজেপিতে নাম লেখাবেন।
যোগী আদিত্যনাথের সঙ্গে আজ একই মঞ্চে থাকার কথা রাজনৈতিক ডিগবাজি খেয়ে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারীর। এক সময়ে তৃণমূলের জেলা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিশির পুত্র। সেই সময় কংগ্রেস ও সিপিএম থেকে হরির লুঠের বাতাসার মতো কাটমানি, তোলাবাজি সহ নানা অভিযোগে অভিযুক্ত নেতা-নেত্রীদের দলে ভিড়িয়েছিলেন। অভিযোগ উঠেছে, গত লোকসভা ভোটে সেই নেতা-নেত্রীরাই শুভেন্দুর বিশেষ নির্দেশে তৃণমূলকে হারাতে গোপনে দলবিরোধী কাজ করেছিলেন। শিশির-পুত্র দল ছাড়ার পরে ওই সব সুবিধাবাদী নেতা-নেত্রীরা তৃণমূলে ‘না ঘরকা, না ঘাটকা’ হয়ে পড়েছেন। তাই ভোলবদলে ফের দাদার অনুগামী হয়ে বিজেপিতে ভিড়তে চলেছেন তারা।
যদিও যোগী আদিত্যনাথের সভায় দলের কোনও প্রথম সারির নেতাই যোগ দেবেন না বলে দাবি করেছেন মালদা জেলা তৃণমূল নেতা শাহ মোয়াজ্জেম হোসেন। তাঁর কথায়, ‘রাজনৈতিক সুবিধাবাদী কিছু ‘গদ্দার’ দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বলে শুনেছি। তাঁরা চলে গেলে দলই কলঙ্ক মুক্ত হবে।’
বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল দাবি করেছেন, ‘আজ যোগীর সভাতেই জেলার একাধিক তৃণমূল জনপ্রতিনিধি ও শীর্ষ নেতা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। তার মধ্যে বেশ কয়েকটি চমকও থাকবে।’ যদিও সেই সারপ্রাইজ উহ্যই রেখেছেন তিনি। তবে জল্পনা ছড়িয়েছে, গাজোলের কলেজ মাঠে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের জনসভায় মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা গৌরচন্দ্র মণ্ডল, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর কার্তিক সিং সহ আরও কয়েকজন পরিচিত তৃণমূল নেতা বিজেপিতে নাম লেখাবেন।
যোগী আদিত্যনাথের সঙ্গে আজ একই মঞ্চে থাকার কথা রাজনৈতিক ডিগবাজি খেয়ে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারীর। এক সময়ে তৃণমূলের জেলা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিশির পুত্র। সেই সময় কংগ্রেস ও সিপিএম থেকে হরির লুঠের বাতাসার মতো কাটমানি, তোলাবাজি সহ নানা অভিযোগে অভিযুক্ত নেতা-নেত্রীদের দলে ভিড়িয়েছিলেন। অভিযোগ উঠেছে, গত লোকসভা ভোটে সেই নেতা-নেত্রীরাই শুভেন্দুর বিশেষ নির্দেশে তৃণমূলকে হারাতে গোপনে দলবিরোধী কাজ করেছিলেন। শিশির-পুত্র দল ছাড়ার পরে ওই সব সুবিধাবাদী নেতা-নেত্রীরা তৃণমূলে ‘না ঘরকা, না ঘাটকা’ হয়ে পড়েছেন। তাই ভোলবদলে ফের দাদার অনুগামী হয়ে বিজেপিতে ভিড়তে চলেছেন তারা।
যদিও যোগী আদিত্যনাথের সভায় দলের কোনও প্রথম সারির নেতাই যোগ দেবেন না বলে দাবি করেছেন মালদা জেলা তৃণমূল নেতা শাহ মোয়াজ্জেম হোসেন। তাঁর কথায়, ‘রাজনৈতিক সুবিধাবাদী কিছু ‘গদ্দার’ দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বলে শুনেছি। তাঁরা চলে গেলে দলই কলঙ্ক মুক্ত হবে।’
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment