নিজস্ব প্রতিনিধিঃ কানে হেডফোন দিয়ে রেল লাইন পার করতে গিয়ে ঘটল বিপত্তি। ঘটনাটি ঘটেছে বনগাঁ-শিয়ালদহ শাখার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার নাগাদ কলকাতা-খুলনাগামী বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারাল ওই তরুণী। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য ব্যাহত হয় রেল চলাচল। জানা গিয়েছে মৃত ওই তরুণীটির নাম শর্মিলা পরমাণিক। বয়স মাত্র ২৭। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার ঢাকুরিয়ার বাসিন্দা ওই তরুণী।
স্থানীয় এক প্যাথলজি ল্যাবে রক্ত সংগ্রহের কাজ করত ওই তরুণী। এদিন রক্ত সংগ্রহ করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। ঠাকুরনগর স্টেশন এলাকায় ডাউন লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন৷ সে সময় ডাউন লাইনে ট্রেন চলে আসায় আপ লাইনের উপর উঠে পড়েন৷ তখনই আপ লাইনে আসা বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে যান ওই তরুণী। বাসিন্দাদের মারফত জানা গিয়েছে, কানে হেড ফোনে গান শোনার কারণেই তাঁকে অনেক বার ডাকা হলেও সে শুনতে পাননি।
এই ঘটনার পর ষ্টেশন চত্বরে ফের আরও এবার রেল কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রচার অভিযান চালান শুরু করে৷ তবে কানে হেডফোন দিয়ে রেললাইন পার হওয়া বা রেললাইনের ধারে বসে শৌচকর্ম করা অথবা বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার খবর ইদানিংকালে হামেশাই শোনা যায়। এব্যাপারে রেলের তরফে বহুবার সতর্ক হওয়ার আবেদনও জানানো হয়েছে। দুর্ঘটনা ঠেকাতে কানে হেডফোন দিয়ে রেললাইন পেরোনোর জন্য জরিমানাও চালু করা হয়েছে। কিন্তু আদতে যে কেউ সতর্কতা নয় তা বারবার এই ঘটনাতেই স্পষ্ট।