এই মুহূর্তে




অ্যামাজনকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা RSS ঘনিষ্ঠ জার্নালের




নিজস্ব প্রতিনিধি: এবার বিখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজনকে ‘ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ২.০’ আখ্যা দিল আরএসএস ঘনিষ্ঠ জার্নাল ‘পাঞ্চজন্য’। সম্প্রতি এই জার্নালের পক্ষ থেকে একটি কভার স্টোরি প্রকাশ করা হয়েছে যেখানে অ্যামাজন কোম্পানিকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করা হয়েছে। একই সঙ্গে লেখা হয়েছে, ‘এমন কি কাজ করে অ্যামাজন যে তাদের ঘুষ দেওয়ার প্রয়োজন পড়ে?’ সম্প্রতি অ্যামাজনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতেই ‘পাঞ্চজন্য’-এর এই কভার স্টোরি। 

সম্প্রতি  ‘পাঞ্চজন্য’ জার্নালটির সম্পাদক হিতেশ শঙ্কর নিজের ইনস্টাগ্রাম পেজে একটি কভার স্টোরি শেয়ার করেছেন। ওই কভার স্টোরিতে স্থান পেয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের একটি ছবি। ওই ছবির নীচেই লেখা হিন্দিতে লেখা  হয়েছে, ‘এমন কি কাজ করে অ্যামাজন যার জন্য তাদের ঘুষ দিতে হয়?  এই বৃহৎ সংস্থাটি কি ভারতের নিজস্ব ছোট ব্যবসা, দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বাধীনতা এবং সংস্কৃতির জন্য কি ক্ষতিকারক হয়ে উঠতে পারে?’ 

উল্লেখ্য, গত সপ্তাহেই এই বিদেশি কোম্পানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও এক অজ্ঞাত কারণে অ্যামাজন কয়েকজন ভারতীয় অফিসারকে মোটা টাকা ঘুষ দিয়েছে। এমনকি কয়েকজন ভারতীয় উকিলকে প্রায় ৮৫০০ কোটি টাকা পারিশ্রমিক দিতে হয়েছে তাদের। এই অভিযোগ শুনেই নড়েচড়ে বসেছে অ্যামাজন। ইতিমধ্যেই কি কারণে ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে তার কারণ অনুসন্ধান করতে শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যদি এই ঘুষ লেনদেনের বিষয়টি সত্যি হয় তাহলে এই অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর সাজা দেওয়া হবে। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আসছে iQOO-র শক্তিশালী ব্যাটারির 5G স্মার্টফোন, দাম শুনে বিশ্বাসই হবে না

এখন ATM থেকে সরাসরি তুলতে পারবেন PF এর টাকা, আসছে নতুন সুবিধা

স্মার্টফোন ও গ্যাজেটে অবিশ্বাস্য ছাড় নিয়ে হাজির Nothing এর ‘Now or Nothing’ সেল

iPhone এ কীভাবে ইনস্টল করবেন iOS 26? ফিচারগুলো জানুন

স্টাইল, ক্যামেরার দারুণ মিশেল, মাত্র ৯,২৯৯ টাকায় ৫জি ফোন নিয়ে এলো itel

অবিশ্বাস্য! ১৫ বার ব্যর্থ IVF-এর পর অবশেষে AI-এর জাদুতে গর্ভধারণ করলেন এক মহিলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ