নিজস্ব প্রতিনিধি: কয়েক ঘণ্টার মধ্যেই আরএসএস ঘনিষ্ঠ জার্নাল পাঞ্চজন্যকে যোগ্য জবাব দিল মার্কিন ই-কমার্স কোম্পানি অ্যামাজন। পাঞ্চজন্যের সম্পাদক হিতেশ শঙ্কর অ্যামাজনকে দেশের আর্থিক এবং বানিজ্যিক স্বাধীনতার জন্য ক্ষতিকারক বলার পরেই অ্যামাজন সংস্থার পক্ষ থেকে সোমবার দুপুরে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, করোনাকালে দেশের ছোট, বড় একাধিক স্বাধীন ব্যবসাকে লাভের মুখ দেখাতে একাধিক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে অ্যামাজন।
এদিন এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারির সময়ে ভারতের প্রায় ৩ লক্ষ নতুন বিক্রেতা এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে সাড়ে চারশোরও বেশী শহরের প্রায় ৭৫০০০ স্থানীয় দোকান এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই দোকানগুলির মধ্যে রয়েছে, আসবাবপত্র, ওষুধ, প্রসাধনী, ইলেকট্রনিক জিনিস, মোবাইল, পোশাক, চিকিৎসা পণ্যের মতো একাধিক দোকান।
পাশাপাশি অ্যামাজনের পক্ষ থেকে ওই বিবৃতিতে বলা হয়েছে শুধুমাত্র মেট্রো শহর নয়, একাধিক ছোট শহরের ব্যবসায়ীরাও নিজেদের ব্যবসাকে সমগ্র বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে এই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। অ্যামাজনের হাত ধরেই আজ দুশোরও বেশী ভারতে তৈরি পণ্য বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ‘পাঞ্চজন্য’ জার্নালের সম্পাদক হিতেশ শঙ্কর নিজের ইনস্টাগ্রাম পেজে একটি কভার স্টোরি শেয়ার করেছেন। ওই কভার স্টোরিতে স্থান পেয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের একটি ছবি। ওই ছবির নীচেই লেখা হিন্দিতে লেখা হয়েছে, ‘এমন কি কাজ করে অ্যামাজন যার জন্য তাদের ঘুষ দিতে হয়? এই বৃহৎ সংস্থাটি কি ভারতের নিজস্ব ছোট ব্যবসা, দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বাধীনতা এবং সংস্কৃতির জন্য কি ক্ষতিকারক হয়ে উঠতে পারে?’ এরপরেই এই জার্নালকে পাল্টা জবাব দিতে সংস্থার তরফ থেকে সোমবার দুপুরে এই লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে।