এই মুহূর্তে




জলের দামে পাবেন OPPO 5G স্মার্টফোন, অফার সীমিত সময়ের জন্য

নিজস্ব প্রতিনিধি: নতুন নতুন স্টাইলিশ স্মার্ট ফোন কিনতে অনেকেই ভালবাসেন। কিছু মানুষ আছেন যারা স্টাইলিশ স্মার্ট ফোন কিনবেন ঠিকই, কিন্তু মোবাইলের পেছনে খুব বেশি গাঁটের কড়ি খরচে তাদের প্রবল আপত্তি। তাদের জন্য Oppo এনেছে এতে দারুণ সুযোগ। Oppo Reno 13 5G কিনে একবার দেখতে পারেন। এই 13 5G বর্তমানে অ্যামাজনে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। যারা কম দামে আকর্ষণীয় স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এটি হতে পারে দুর্দান্ত ডিল।

Oppo Reno 13 5G ভারতে লঞ্চ হয়েছিল ৩৯, ৯৯৯ টাকায়। মডেলটির স্টোরেজ 8GB + 256GB। অ্যামাজনে ছাড় দিচ্ছে ৮০০০ টাকা। ফলে এখন যদি কেনেন আপনি Oppo Reno 13 5G মডেল পেয়ে যাবেন   ফ্ল্যাট ছাড় দিচ্ছে ৩১,৯৯৯ টাকায়। এখন তো ক্রেডিট কার্ডের যুগ। সংসারের মশলাপাতি কেনা থেকে শুরু করে ঘুরতে যাওয়ার টিকিট বুকিং সবই হয় ক্রেডিট কার্ডের মাধ্যমেই। যাদের SBI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা HDFC ক্রেডিট কার্ড রয়েছে তারা পেমেন্টের সময় ৩৭৯৯ টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। আরও একটি সুযোগ রয়েছে। আপনি আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনতে পারেন্ন। এতেও অতিরিক্ত ছাড় পাবেন।

এবার আসা যাক Oppo Reno 13 5G ফিচারের কতাহয়। 13 5জি ফোনে রয়েছে 6.59-ইঞ্চি 120Hz 1.5K স্মার্ট অ্যাডাপটিভ ডিসপ্লে। এটি 1200 নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই ডিভাইসে MediaTek Dimensity 8350 চিপসেট পাওয়া যাবে, সেই সঙ্গে 8GB LPDDR5X RAM পর্যন্ত এবং 256GB UFS 3.1 স্টোরেজ পাবেন।

Oppo Reno 13 5G’তে 5600mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যারা ছবি তুলতে ভালবাসেন তাঁদের জন্যও ওপো খুব ভাল হবে।  Oppo Reno 13 5G’তে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। তাই দেরি না করে চটজলদি কিনে ফেলুন  Oppo Reno 13 5G। কারণ Amazon-এর অফার কিন্তু সীমিত সময়ের জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

শুরু Tata Sierra-এর আন অফিসিয়াল বুকিং, নতুন প্রজন্মের SUV-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে

অফার! ৯ হাজার টাকার কমে POCO M7 5G, কোথায় পাবেন?

নতুন বছরেই আসছে Samsung-র নতুন ফোন, কবে কত দামে আসছে জানুন

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ