এই মুহূর্তে




বড় খবর! ১ জুলাই থেকে আধার ছাড়া আর কাটা যাবে না রেলের তৎকাল টিকিট




নিজস্ব প্রতিনিধি: আধার প্রমাণীকরণ ছাড়া তৎকাল ট্রেনের টিকিট আর বুক করা যাবে না। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় রেল মন্ত্রণালয়। পাশাপাশি আরও জানিয়ে দেওয়া হল যে, তৎকাল বুকিংয়ের এই পরিবর্তনটি ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে। রেল মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষদের তৎকাল প্রকল্পের সুবিধার্থে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১ জুলাই থেকে, শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীরাই IRCTC ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

অন্যদিকে ১৫ জুলাই থেকে তৎকাল বুকিংয়ের জন্য আধার-ভিত্তিক ওটিপি প্রমাণীকরণও বাধ্যতামূলক করা হবে। এছাড়াও জানানো হয়েছে যে, রেলওয়ের টিকিট এজেন্টরাও তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার ৩০ মিনিট আগে কোনভাবেই টিকিট বুক করতে পারবেন না। এই সময়টি এসি ক্লাসের জন্য সকাল ১০ টা থেকে সকাল ১০ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত এবং নন-এসি ক্লাসের জন্য সকাল ১১ টা থেকে সকাল ১১ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত ধার্য করা হয়েছে। এর আগে আধার ছাড়াই চটজলদি তৎকাল টিকিট বুকিং করা যেত। কিন্তু এবার থেকে আর সেই নিয়ম চলবে না। তৎকাল বুকিং করতে হলেই অধার নম্বর দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি, গত ৪ জুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়ে ছিলেন যে, ভারতীয় রেল শীঘ্রই তৎকাল টিকিট বুক করার জন্য ই-আধার প্রমাণীকরণ শুরু করবে। যার ফলে রেলের প্রকৃত ব্যবহারকারীরা প্রয়োজনের সময় টিকিট নিশ্চিতকরণ বার্তা পেয়ে যাবেন।

আশা করা হচ্ছে যে, এই ব্যবস্থাটি এই মাসের শেষের দিকে শুরু করা যেতে পারে। এখন রেল মন্ত্রণালয় এটি ঘোষণা করল যে, আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে। এদিকে IRCTC জানিয়েছে, দেশে তাদের ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটিরও বেশি, কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ব্যবহারকারীদের মধ্যে মাত্র ১০ শতাংশই আধার যাচাইকৃত। সেই কারণেই তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে ভারতীয় রেলওয়ে এমন পদক্ষেপ নিল। এবার থেকে আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্টগুলিকে অনলাইন তৎকাল টিকিট বুকিং করার অনুমতি দেবে। প্রসঙ্গত, তৎকাল টিকিট বুকিংয়ে ক্রমাগত অনিয়ম চলছিল। ধরা পড়ার পর, সরকার জাল আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছিল। পাশাপাশি প্রতারণা রুখতে আইআরসিটিসি গত এক বছরে ৩.৫ কোটি জাল ইউজার আইডি ব্লক করেছে। যার কারণে সিস্টেমের যানজট অনেক কমেছে। এবার রেল মন্ত্রণালয় তৎকাল টিকিট বুকিংয়ের জন্যে আধার প্রমাণীকরণের নিয়ম বাস্তবায়ন করল।

 

­




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিন্দুত্বের ছোঁয়া! নজরুলের ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য গুঁড়িয়ে দিল মোল্লা ইউনূসের সরকার

BSNL আনছে Q-5G! কবে থেকে পাবেন এই হাই-স্পিড ইন্টারনেট?

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, প্রবল অগ্ন্যুৎপাতে জারি হল কড়া সতর্কতা

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একই গ্রামের ১৪ বাসিন্দা প্রাণ হারিয়েছেন

জুয়ার নেশায় সর্বস্বান্ত, ২৩ লাখ খুইয়ে চুরিতে হাত পাকাল M.Tech ইঞ্জিনিয়ার

‘পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করেন, জেলে পাঠানো হবে’, ATS অফিসার সেজে বৃদ্ধার সঙ্গে ২২ লক্ষ টাকা প্রতারণা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ