মাত্র ২০ টাকায় ১২৫ কিলোমিটার! বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার
Share Link:

নিজস্ব প্রতিনিধি : আকাশছোঁয়া দাম এখন পেট্রোল-ডিজেলের! এই পরিস্থিতিতে মানুষ এখন বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। ফলে ক্রমশ বাড়ছে বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি। সেই চাহিদাকে মাথায় রেখে নতুন উচ্চ গতির বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করল দিল্লির সংস্থা কোমাকি এসই (Komaki SE)।
এই বৈদ্যুতিক স্কুটারটি ৩ কিলো ওয়াট বিএলডিসি বৈদ্যুতিক মোটর এবং একটি ডিটাচেবল লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকে সজ্জিত। সংস্থার দাবি, এই স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পর ১০০ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার পর্যন্ত চলবে।
কিন্তু কোমাকি এসই বৈদ্যুতিক স্কুটার-এর লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে কতটা বিদ্যুতের খরচ হবে? সংস্থার দাবি, মাত্র ২.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে এই স্কুটারটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিতে। অর্থাৎ, মোটামুটি ২০ টাকার বিদ্যুৎ খরচে প্রায় ১২৫ কিলোমিটার ছুটবে এই বৈদ্যুতিক স্কুটারটি!
অনেক হাই-টেক বৈশিষ্ট্যযুক্ত কোমাকি এসই স্কুটারটি ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে সক্ষম। এই ই-স্কুটারটিতে তিনটি রাইডিং মোড রয়েছে। ভারতের বাজারে কোমাকি এসই বৈদ্যুতিক স্কুটার গারনেট রেড, ডিপ ব্লু, মেটালিক গোল্ড এবং জেট ব্ল্যাক— এই চারটি রঙে পাওয়া যাবে। কোমাকি এসই স্কুটারটিতে রয়েছে এলইডি ডিসপ্লে, মাল্টিমিডিয়া কন্ট্রোল সুইচ এবং ইনবিল্ট ব্লুটুথ স্পিকার। এ ছাড়াও, এটিতে রয়েছে একটি রিমোট লকিং এবং অ্যান্টি থেপ্ট সিস্টেম। নির্ভরযোগ্য ব্রেকিংয়ের জন্য কোমাকি এসই স্কুটারটির সামনে আর পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।
কোমাকি এসই স্কুটারটির সামনে যথেষ্ট স্টোরেজ স্পেস রয়েছে। এ ছাড়াও, ইউএসবি চার্জিং পোর্ট, একটি ডেডিকেটেড ক্রুজ কন্ট্রোল সুইচ রয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারটিতে রয়েছে ১৬ ইঞ্চির অ্যালোয় হুইল। সূত্রের খবর, এই ই-স্কুটারটির দাম মোটামুটি ১ লক্ষ টাকার মধ্যেই।
এই বৈদ্যুতিক স্কুটারটি ৩ কিলো ওয়াট বিএলডিসি বৈদ্যুতিক মোটর এবং একটি ডিটাচেবল লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকে সজ্জিত। সংস্থার দাবি, এই স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পর ১০০ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার পর্যন্ত চলবে।
কিন্তু কোমাকি এসই বৈদ্যুতিক স্কুটার-এর লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে কতটা বিদ্যুতের খরচ হবে? সংস্থার দাবি, মাত্র ২.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে এই স্কুটারটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিতে। অর্থাৎ, মোটামুটি ২০ টাকার বিদ্যুৎ খরচে প্রায় ১২৫ কিলোমিটার ছুটবে এই বৈদ্যুতিক স্কুটারটি!
অনেক হাই-টেক বৈশিষ্ট্যযুক্ত কোমাকি এসই স্কুটারটি ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে সক্ষম। এই ই-স্কুটারটিতে তিনটি রাইডিং মোড রয়েছে। ভারতের বাজারে কোমাকি এসই বৈদ্যুতিক স্কুটার গারনেট রেড, ডিপ ব্লু, মেটালিক গোল্ড এবং জেট ব্ল্যাক— এই চারটি রঙে পাওয়া যাবে। কোমাকি এসই স্কুটারটিতে রয়েছে এলইডি ডিসপ্লে, মাল্টিমিডিয়া কন্ট্রোল সুইচ এবং ইনবিল্ট ব্লুটুথ স্পিকার। এ ছাড়াও, এটিতে রয়েছে একটি রিমোট লকিং এবং অ্যান্টি থেপ্ট সিস্টেম। নির্ভরযোগ্য ব্রেকিংয়ের জন্য কোমাকি এসই স্কুটারটির সামনে আর পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।
কোমাকি এসই স্কুটারটির সামনে যথেষ্ট স্টোরেজ স্পেস রয়েছে। এ ছাড়াও, ইউএসবি চার্জিং পোর্ট, একটি ডেডিকেটেড ক্রুজ কন্ট্রোল সুইচ রয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারটিতে রয়েছে ১৬ ইঞ্চির অ্যালোয় হুইল। সূত্রের খবর, এই ই-স্কুটারটির দাম মোটামুটি ১ লক্ষ টাকার মধ্যেই।
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
27th February 2021
27th February 2021
27th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment