ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপে এলো ৪কে এইচডিআর
Share Link:

নিজস্ব প্রতিনিধি : অ্যান্ড্রয়েড ডিভাইসেও এবার ৪কে এইচডিআর ভিডিও দেখা যাবে ইউটিউবের। যদিও ৪কে পর্দার স্মার্টফোন খুব একটা নেই বর্তমান বাজারে। খবরটি আপাতত সনি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট মন্তব্য করেছে, ৪কে পর্দা রয়েছে এমন স্মার্টফোনের তালিকা করলে তা সনির পণ্য দিয়ে শুরু হবে, শেষও হবে সনির নাম দিয়েই।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ পদক্ষেপের ফলে এখন বাড়তি একটি অপশন হাতে পাচ্ছেন। স্মার্টফোনের পর্দা ৪কে না হলেও, ইউটিউবের অপশন থেকে ভিডিও মান হিসেবে ২১৬০পি নির্বাচন করে ওই রেজুলিউশনে ভিডিও চালানো সম্ভব হবে। তবে, এতে মোবাইল ব্যান্ডউইথ খরচ হওয়া বাদে বাড়তি লাভ তেমন কিছু হবে না বলেই উল্লেখ করেছে এনগ্যাজেট।
ইউটিউব ব্যবহারকারীকে ৪কে ভিডিও দেখতে অ্যাপ ইন্টারফেইসের উপরে তিন-ডট চিহ্নটিতে ট্যাপ করতে হবে এবং পপ আপ মেনু থেকে প্রথমে কোয়ালিটি এবং পরে ২১৬০পি নির্বাচন করে দিতে হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ পদক্ষেপের ফলে এখন বাড়তি একটি অপশন হাতে পাচ্ছেন। স্মার্টফোনের পর্দা ৪কে না হলেও, ইউটিউবের অপশন থেকে ভিডিও মান হিসেবে ২১৬০পি নির্বাচন করে ওই রেজুলিউশনে ভিডিও চালানো সম্ভব হবে। তবে, এতে মোবাইল ব্যান্ডউইথ খরচ হওয়া বাদে বাড়তি লাভ তেমন কিছু হবে না বলেই উল্লেখ করেছে এনগ্যাজেট।
ইউটিউব ব্যবহারকারীকে ৪কে ভিডিও দেখতে অ্যাপ ইন্টারফেইসের উপরে তিন-ডট চিহ্নটিতে ট্যাপ করতে হবে এবং পপ আপ মেনু থেকে প্রথমে কোয়ালিটি এবং পরে ২১৬০পি নির্বাচন করে দিতে হবে।
More News:
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
23rd February 2021
Facebook-এর সামনে নত হল অস্ট্রেলিয়া! রদ হল খবর শেয়ারে নিষেধাজ্ঞা
22nd February 2021
22nd February 2021
OTP শুধু নয়, এই সব ভুলের সুযোগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করতে পারে হ্যাকাররা!
21st February 2021
মাত্র ২০ টাকায় ১২৫ কিলোমিটার! বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার
Leave A Comment