১ এপ্রিল থেকেই কমতে চলেছে আপনার বেতন, কেন জানুন
Share Link:

নিজস্ব সংবাদদাতা: সদ্য পেশ হওয়া বাজেট নিয়ে সরগরম গোটা রাজ্যই। কেউ কেউ দাবি করছেন বাজেট জনমুখী আবার কেউ বা বলছেন এই বাজেটে গরীব মানুষ বঞ্চিত। তারই মধ্যে বদলে যাচ্ছে আয়করের একাধিক নিয়ম। যা কার্যকর হতে চলেছে আগামী ১লা এপ্রিল ২০২১ থেকে। তাই আগেভাগেই জেনে নিন কী বদল হতে চলেছে ।
বাজেটের আগে ভাবনা ছিল, মধ্যবিত্তদের হাতে নগদের পরিমাণ বাড়াতে আয়করে বড় ছাড় দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু সেই পথে না হেঁটে কর সংক্রান্ত কয়েকটি ছোটখাটো সিদ্ধান্ত জানিয়েছেন নির্মলা। তিনি ঘোষণা করেছেন নতুন ওয়েজ কোডের। যা কার্যকর হলে মধ্যবিত্তের ‘টেক হোম স্যালারির’ পরিমাণ কমবে। কমবে অবসরকালীন সঞ্চয়ের পরিমাণও ।
এর ফলে যে সব বেতনভোগীদের প্রভিডেন্ড ফান্ডে প্রতিমাসে ২০ হাজারের বেশি জমা পড়ে তাঁদের এই কর দিতে হবে। শুধুমাত্র কর্মচারীদের ভাগের প্রভিডেন্ড ফান্ডের ওপর কার্যকর হবে এই কোড। কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্তের ফলে খুব কম সংখ্যক মানুষের ওপরই প্রভাব পড়বে। কিন্তু তা যাঁদের উপর পড়বে, তাঁদের বেতন বেশ খানিকটাই হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এর পাশাপাশি, আয়করের ফাইলিং বাড়ানোর জন্য টিডিএসের (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) নিয়মেরও বদল হয়েছে। যাঁরা আইটিআর (ইনকাম ট্যাক্স রিটার্ন) ফাইল করেন না তাঁদের জন্য সমস্যা হতে চলেছে। আয়কর আইনে সরকার ২০৬এবি ধারা প্রয়োগ করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, ১লা এপ্রিল থেকে আইটিআর ফাইল না করলে টিডিএস বাবদ দ্বিগুণ টাকা কেটে নেওয়া হবে। এছাড়াও যাঁরা এযাবৎ আয়কর রিটার্ন জমা দেননি তাঁদের কর সংগ্রহের ওপর টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স) বেশি হবে।
তবে পেনশনভোক্তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর আছে। তবে তা শুধুই ৭৫ বছর বা তার উর্দ্ধে থাকা পেনশনভোগীদের জন্য। নতুন আইনে পেনশন ও সুদের অর্থে নির্ভরশীল ৭৫ বছরের উর্দ্ধে প্রবীণদের আয়কর জমা দিতে হবে না। এই বাজেটে সুবিধা পাবেন ভ্রমণার্থীরা। করোনা মহামারির কারনে যাঁরা এলটিসির (লিভ ট্রাভেল কনসেশন) সুবিধা পাননি তাঁদের জন্য মোদী সরকার এলটিসি ক্যাশ ভাউচার প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।
বাজেটের আগে ভাবনা ছিল, মধ্যবিত্তদের হাতে নগদের পরিমাণ বাড়াতে আয়করে বড় ছাড় দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু সেই পথে না হেঁটে কর সংক্রান্ত কয়েকটি ছোটখাটো সিদ্ধান্ত জানিয়েছেন নির্মলা। তিনি ঘোষণা করেছেন নতুন ওয়েজ কোডের। যা কার্যকর হলে মধ্যবিত্তের ‘টেক হোম স্যালারির’ পরিমাণ কমবে। কমবে অবসরকালীন সঞ্চয়ের পরিমাণও ।
এর ফলে যে সব বেতনভোগীদের প্রভিডেন্ড ফান্ডে প্রতিমাসে ২০ হাজারের বেশি জমা পড়ে তাঁদের এই কর দিতে হবে। শুধুমাত্র কর্মচারীদের ভাগের প্রভিডেন্ড ফান্ডের ওপর কার্যকর হবে এই কোড। কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্তের ফলে খুব কম সংখ্যক মানুষের ওপরই প্রভাব পড়বে। কিন্তু তা যাঁদের উপর পড়বে, তাঁদের বেতন বেশ খানিকটাই হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এর পাশাপাশি, আয়করের ফাইলিং বাড়ানোর জন্য টিডিএসের (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) নিয়মেরও বদল হয়েছে। যাঁরা আইটিআর (ইনকাম ট্যাক্স রিটার্ন) ফাইল করেন না তাঁদের জন্য সমস্যা হতে চলেছে। আয়কর আইনে সরকার ২০৬এবি ধারা প্রয়োগ করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, ১লা এপ্রিল থেকে আইটিআর ফাইল না করলে টিডিএস বাবদ দ্বিগুণ টাকা কেটে নেওয়া হবে। এছাড়াও যাঁরা এযাবৎ আয়কর রিটার্ন জমা দেননি তাঁদের কর সংগ্রহের ওপর টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স) বেশি হবে।
তবে পেনশনভোক্তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর আছে। তবে তা শুধুই ৭৫ বছর বা তার উর্দ্ধে থাকা পেনশনভোগীদের জন্য। নতুন আইনে পেনশন ও সুদের অর্থে নির্ভরশীল ৭৫ বছরের উর্দ্ধে প্রবীণদের আয়কর জমা দিতে হবে না। এই বাজেটে সুবিধা পাবেন ভ্রমণার্থীরা। করোনা মহামারির কারনে যাঁরা এলটিসির (লিভ ট্রাভেল কনসেশন) সুবিধা পাননি তাঁদের জন্য মোদী সরকার এলটিসি ক্যাশ ভাউচার প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।
More News:
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
23rd February 2021
Facebook-এর সামনে নত হল অস্ট্রেলিয়া! রদ হল খবর শেয়ারে নিষেধাজ্ঞা
22nd February 2021
22nd February 2021
OTP শুধু নয়, এই সব ভুলের সুযোগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করতে পারে হ্যাকাররা!
21st February 2021
Leave A Comment