৫০ কোটি ডলার বোনাস অ্যামাজন কর্মীদের! অতিমারিতেও কাজের সুবাদে
Share Link:

নিজস্ব প্রতিনিধি : ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, করোনাভাইরাস মহামারীর মধ্যেও ছুটির মরসুমে কাজ চালিয়ে যাওয়া সম্মুখভাগের মার্কিন কর্মীদেরকে এককালীন বোনাস হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা করেছে। প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বের মধ্যে যেসব ব্যক্তি অ্যামাজনের কর্মী তালিকায় থাকবেন তাঁরা তিনশ’ ডলার করে বোনাস পাবেন। এক্ষেত্রে খণ্ডকালীন কর্মীরা দেড়শ’ ডলার বোনাস পাবেন বলে ব্লগ পোস্টে জানিয়েছে অ্যামাজন।
মহামারীতে অনলাইন কেনাকাটা বৃদ্ধির কারণে কর্মীদেরকে ক্ষতিপূরণ দিতে লাখো ডলার খরচ করেছে বেশ কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। এর মধ্যে ওয়ালমার্ট এবং হোম ডিপোর মতো প্রতিষ্ঠানও রয়েছে। এর আগে জুন মাসে সম্মুখভাগের কর্মী এবং অংশীদারদেরকে এককালীন অর্থ হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দিয়েছে অ্যামাজন।
এই মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি, করোনাভাইরাস মহামারীতে কর্মীদেরকে সুরক্ষা দিতে যথেষ্ট কাজ করছে কি না, সে বিষয়ে মার্কিন আইনপ্রণেতা এবং ইউনিয়নের জোরালো সমালোচনার মুখেই রয়েছে।
মহামারীতে অনলাইন কেনাকাটা বৃদ্ধির কারণে কর্মীদেরকে ক্ষতিপূরণ দিতে লাখো ডলার খরচ করেছে বেশ কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। এর মধ্যে ওয়ালমার্ট এবং হোম ডিপোর মতো প্রতিষ্ঠানও রয়েছে। এর আগে জুন মাসে সম্মুখভাগের কর্মী এবং অংশীদারদেরকে এককালীন অর্থ হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দিয়েছে অ্যামাজন।
এই মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি, করোনাভাইরাস মহামারীতে কর্মীদেরকে সুরক্ষা দিতে যথেষ্ট কাজ করছে কি না, সে বিষয়ে মার্কিন আইনপ্রণেতা এবং ইউনিয়নের জোরালো সমালোচনার মুখেই রয়েছে।
More News:
14th January 2021
14th January 2021
14th January 2021
13th January 2021
Leave A Comment