Driving License সংক্রান্ত সমস্ত কাজ এবার অনলাইনেই হবে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে এবার ড্রাইভিং লাইসেন্স থেকে সার্টিফিকেট প্রদান এমন একাধিক কাজ হবে। আর অনলাইনে এই কাজ হবে আধার অথেন্টিকেশনের মাধ্যমে। যে কারণে হন্যে হয়ে আরটিও অফিসে যাওয়ার প্রয়োজন নেই গ্রাহকদের। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, লার্নার লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ইত্যাদি একাধিক কাজকর্ম এবার করা হবে আধারের মাধ্যমেই। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সড়ক ও হাইওয়ে মন্ত্রকের তরফ থেকে। আর এই ঘোষণার ফলে কমকরে ১৪টি সুবিধা পাবেন নাগরিকরা এবং দুর্নীতির সম্মুখীনও হতে হবে না তাদের।
১) আধার অথেন্টিকেশনের মাধ্যমে অনলাইনে দেওয়া হবে লার্নার লাইসেন্স।
২) ড্রাইভিং লাইসেন্সের রিনুয়াল দেওয়া যাবে অনলাইনে। রিনুয়াল করানোর সময় নতুন করে ড্রাইভিং টেস্ট দেওয়ার প্রয়োজন হবে না।
৩) বাড়িতে বসে অনলাইনে করা যাবে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির সার্টিফিকেটের ঠিকানা পরিবর্তন।
৪) ডুবলিকেট ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করা যাবে অনলাইনে।
৫) Class of Vehicle from License সারেন্ডার করার জন্য অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
৬) ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পাওয়া যাবে অনলাইনে।
৭) গাড়ির টেম্পোরারি রেজিস্ট্রেশন করাও যাবে অনলাইনে।
৮) সম্পূর্ণ বডি যুক্ত গাড়ির রেজিস্ট্রেশন আবেদন করা যাবে অনলাইনে।
৯) ডুপলিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইন থেকেই।
১০) রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট অনলাইন থেকেই পাওয়া সম্ভব হবে।
১১) গাড়ির মালিকানা পরিবর্তন অর্থাৎ ওনারশিপ চেঞ্জ করার জন্য নোটিশের ব্যবস্থা অনলাইন থেকে করা হবে।
১২) ওনারশিপ পরিবর্তনের আবেদন হবে অনলাইন থেকে।
১৩) রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ঠিকানা পরিবর্তন অনলাইন থেকেই হয়ে যাবে।
১৪) ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং ট্রেনিং সেন্টারের রেজিস্ট্রেশনের আবেদন হবে অনলাইন থেকে।
More News:
20th April 2021
20th April 2021
19th April 2021
সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে ৮২ শতাংশ বাজারই পোস্ট অফিসের কুক্ষিগত
18th April 2021
18th April 2021
CERT-র সতর্কবার্তা! ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে হোয়াটসঅ্যাপ-এর
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment