Comm Ad 020 Tantuja

​কমল শুল্ক, সস্তা হচ্ছে এলইডি-এলসিডি টিভি

Share Link:

​কমল শুল্ক, সস্তা হচ্ছে এলইডি-এলসিডি টিভি

নিজস্ব প্রতিনিধি: ওপেন সেল টিভি প্যানেলের উপরে পাঁচ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছিল কেন্দ্রীয় সরকার। সেই শুল্ক আবার তুলে দেওয়া হল। এই ওপেন সেল টিভি চ্যানেল এলইডি ও এলসিডি টিভি বানাতে কার্যকর। দেশে ওই ধরনের টিভি নির্মাণে উৎসাহ দেওয়ার জন্যই ওপেন সেল টিভি চ্যানেলে কাস্টমস ডিউটি কমিয়ে দেওয়া হল। এর ফলে এলইডি এবং এলসিডি টিভির দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থমন্ত্রক জানিয়েছে ওপেন সেল (১৫.৬ ইঞ্চি বা তার বেশি) টিভি চ্যানেলে অন্তঃশুল্ক রদ করা হল। ওই চ্যানেল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং লাইট এমিটিং ডায়োড টিভি বানাতে কাজে লাগে। পাশাপাশি সরকার চিপ অন ফিল্ম, প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি এবং সেল (গ্লাস বোর্ড অথবা সাবস্ট্রেট)-এর উপর থেকে আমদানি শুল্ক রদ করছে। ২০১৭ সালের জুন মাসে ওই পণ্যগুলির ওপরে পাঁচ শতাংশ আমদানি শুল্ক জারি করা হয়েছিল। সেই শুল্কই এবার কমিয়ে দেওয়া হল। 

Comm Ad 001 LDC

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

Comm Ad 015 WBSETCL 02

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

Comm Ad 025 Confed

৩১তম জন্মদিনটা ভুটানে প্রকৃতির কোলে কাটিয়েছেন বিরাট কোহলি। সঙ্গে অবশ্যই ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা।

৩১তম জন্মদিনটা ভুটানে প্রকৃতির কোলে কাটিয়েছেন বিরাট কোহলি। সঙ্গে অবশ্যই ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা।

ভুটানে ট্রেকিংয়ে গিয়ে গরু-বাছুরদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল বিরুষ্কাকে।

ভুটানে ট্রেকিংয়ে গিয়ে গরু-বাছুরদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল বিরুষ্কাকে।

ভেগান বিরাটের পশুপ্রেম নিয়ে আলাদা করে বলার কিছু নেই। প্রাণীজাত কোনও খাবার খান না তিনি। পথ কুকুরকে কোলে তুলে পোজও দিলেন।

ভেগান বিরাটের পশুপ্রেম নিয়ে আলাদা করে বলার কিছু নেই। প্রাণীজাত কোনও খাবার খান না তিনি। পথ কুকুরকে কোলে তুলে পোজও দিলেন।

পাহাড়ি পশুকে কোলে তুলে নিলেন অনুষ্কাও। ফ্রেমবন্দি করলেন করলেন বিরাট।

পাহাড়ি পশুকে কোলে তুলে নিলেন অনুষ্কাও। ফ্রেমবন্দি করলেন করলেন বিরাট।

ভুটানের নৈসর্গিক দৃশ্যের সঙ্গে পশুদের সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন বিরুষ্কা।

ভুটানের নৈসর্গিক দৃশ্যের সঙ্গে পশুদের সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন বিরুষ্কা।

বুধবার চন্দননগরে একগুচ্ছ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার চন্দননগরে একগুচ্ছ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, 'চন্দনগরের কার্নিভ্যাল দেখেই রাজ্যের পুজো কার্নিভ্যাল শুরুর চিন্তাভাবনা।'

তিনি বলেন, 'চন্দনগরের কার্নিভ্যাল দেখেই রাজ্যের পুজো কার্নিভ্যাল শুরুর চিন্তাভাবনা।'

প্রতি বছরই নিয়ম করে চন্দননগরের বেশ কিছু পুজোতে যান মুখ্যমন্ত্রী। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

প্রতি বছরই নিয়ম করে চন্দননগরের বেশ কিছু পুজোতে যান মুখ্যমন্ত্রী। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

ইন্দ্রনীল সেন, অসীমা পাত্রের উদ্দেশে মুখ্যমন্ত্রী চন্দননগর কার্নিভ্যালে আরও বেশি সময় দেওয়ার নির্দেশ দেন।

ইন্দ্রনীল সেন, অসীমা পাত্রের উদ্দেশে মুখ্যমন্ত্রী চন্দননগর কার্নিভ্যালে আরও বেশি সময় দেওয়ার নির্দেশ দেন।

বুধবার চন্দননগরের মানুষ মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে আপ্লুত। উজাড় করে দেন অন্তরের ভালবাসা।

বুধবার চন্দননগরের মানুষ মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে আপ্লুত। উজাড় করে দেন অন্তরের ভালবাসা।

একাধিক মন্ডপে গিয়ে দেবী জগদ্ধাত্রীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন মুখ্যমন্ত্রী।

একাধিক মন্ডপে গিয়ে দেবী জগদ্ধাত্রীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন মুখ্যমন্ত্রী।

১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লির ল ইয়ার প্রেম কোহলি ও সরোজ কোহলির কোল আলো করে আসে বিরাট।

১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লির ল ইয়ার প্রেম কোহলি ও সরোজ কোহলির কোল আলো করে আসে বিরাট।

৩১ বছরে পা দেওয়া বিরাট তাঁর ১১ বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক মণিমাণিক্য কুড়িয়েছেন।

৩১ বছরে পা দেওয়া বিরাট তাঁর ১১ বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক মণিমাণিক্য কুড়িয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারত অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারত অধিনায়ক।

৬৯টি শতরানের মধ্যে ৪৩টি ওয়ান ডে এবং ২৬টি টেস্ট শতরান রয়েছে তাঁর।

৬৯টি শতরানের মধ্যে ৪৩টি ওয়ান ডে এবং ২৬টি টেস্ট শতরান রয়েছে তাঁর।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ৮০০০, ৯০০০, ১০,০০০ এবং ১১,০০০-এর ক্লাবে প্রবেশ করা বিশ্বের একমাত্র ক্রিকেটার কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ৮০০০, ৯০০০, ১০,০০০ এবং ১১,০০০-এর ক্লাবে প্রবেশ করা বিশ্বের একমাত্র ক্রিকেটার কোহলি।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত শতরান হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত শতরান হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান।

Voting Poll (Ratio)

Comm Ad 025 Confed
Comm Ad 006 TBS