চিন আগামীদিনে বিশ্বের সবচেয়ে বড় আইওটি বাজার হতে চলেছে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সাল নাগাদ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে বড় ‘ইন্টারনেট অফ থিংস’ বা আইওটি বাজারে পরিণত হবে চিন। বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠানের ডেটা সেদিকেই ইঙ্গত করছে। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) তথ্য অনুসারে, ২০২৪ সাল নাগাদ চিনের আইওটি বাবদ খরচ ৩০ হাজার কোটি ডলারে গিয়ে ঠেকবে। আগামী পাঁচ বছর এই খাতে বার্ষিক বৃদ্ধি হার ১৩ শতাংশে গিয়ে দাঁড়াবে।
বিজনেস ইনসাইডার আইডিসিকে উল্লেখ করে তাদের প্রতিবেদন বলছে, ২০২৪ সাল নাগাদ বৈশ্বিক আইওটি খাতের মোট ব্যয়ের ২৬.৭ শতাংশ করবে চিন, যুক্তরাষ্ট্র করবে ২৩.৮ শতাংশ, এবং পশ্চিম ইউরোপ ব্যয় করবে ২৩.৪ শতাংশ।
জোনাথান লিয়াং, আইডিসি চায়না’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জানিয়েছেন, কোভিড-১৯ এর কারণে আইওটি বাজারে বিঘ্ন ঘটেছিল। ২০২০ সালের প্রথম ভাগেই সব শিল্পে আইওটি ব্যয় কমেছিল। লিয়াং আরও জানিয়েছেন যে “এখন চিন উদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে, আসন্ন বছরগুলোতে বাজার আবার ফিরে আসবে বলে আশা করছি। যেহেতু ব্যবসা মহামারী সামাল ও নিয়ন্ত্রণে, এবং বাজার বিঘ্নতা হ্রাসে আইওটি’র গুরুত্ব বুঝতে পেরেছে।”
বিজনেস ইনসাইডার আইডিসিকে উল্লেখ করে তাদের প্রতিবেদন বলছে, ২০২৪ সাল নাগাদ বৈশ্বিক আইওটি খাতের মোট ব্যয়ের ২৬.৭ শতাংশ করবে চিন, যুক্তরাষ্ট্র করবে ২৩.৮ শতাংশ, এবং পশ্চিম ইউরোপ ব্যয় করবে ২৩.৪ শতাংশ।
জোনাথান লিয়াং, আইডিসি চায়না’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জানিয়েছেন, কোভিড-১৯ এর কারণে আইওটি বাজারে বিঘ্ন ঘটেছিল। ২০২০ সালের প্রথম ভাগেই সব শিল্পে আইওটি ব্যয় কমেছিল। লিয়াং আরও জানিয়েছেন যে “এখন চিন উদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে, আসন্ন বছরগুলোতে বাজার আবার ফিরে আসবে বলে আশা করছি। যেহেতু ব্যবসা মহামারী সামাল ও নিয়ন্ত্রণে, এবং বাজার বিঘ্নতা হ্রাসে আইওটি’র গুরুত্ব বুঝতে পেরেছে।”
More News:
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
23rd February 2021
Facebook-এর সামনে নত হল অস্ট্রেলিয়া! রদ হল খবর শেয়ারে নিষেধাজ্ঞা
22nd February 2021
22nd February 2021
OTP শুধু নয়, এই সব ভুলের সুযোগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করতে পারে হ্যাকাররা!
21st February 2021
Leave A Comment