Uber-এ এবার ই-রিক্সা! টোটো বুকিং এক ক্লিকেই, জানুন বাংলার কোথায় এই পরিষেবা আসছে
Share Link:

নিজস্ব প্রতিনিধি : Uber-এর ই রিক্সা সার্ভিস এবার কলকাতায় শুরু হল। এমনটাই ঘোষণা করেছে সংস্থা। কলকাতা, হাওড়া-সহ একাধিক এলাকায় প্রাথমিক পর্যায়ে এই পরিষেবা শুরু হবে। হাওড়া, মধ্যমগ্রাম, বারাসত, রাজারহাট, সল্টলেক এই জায়গাগুলিতে প্রাথমিক ভাবে এই পরিষেবা শুরু হবে। এর নাম দেওয়া হয়েছে উবর টোটো।
UberGo, Uber Premium এবং Uber Rentals এর সঙ্গে এবার যুক্ত হচ্ছে UberToto সার্ভিস। গ্রাহকরা অ্যাপ থেকেই টোটো বুক করতে পারবেন।
ছোট দূরত্বে যাওয়া যাতায়াতকারীদের আপাতত পাখির চোখ করেছে সংস্থা। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে টোটোর চাহিদা রয়েছে বিপুল। প্রাথমিক ভাবে মোট ৫০০টি টোটো সংস্থা নামাতে পারে। ক্যাব ও অটো পরিষেবা ছাড়াও এই প্রথম কোনও সংস্থা টোটো পরিষেবা আনছে শহরে।
এখন বাড়ি বসেই টোটো বুক করা যাবে। ফলে অনেকটাই শহরবাসীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। শুধু কলকাতা নয়, দিল্লিতেও ই রিক্সা সার্ভিস রয়েছে উবরের। ২৬টি মেট্রো স্টেশনে কমপক্ষে ১০০টি ই রিক্সা চলে সংস্থার।
UberGo, Uber Premium এবং Uber Rentals এর সঙ্গে এবার যুক্ত হচ্ছে UberToto সার্ভিস। গ্রাহকরা অ্যাপ থেকেই টোটো বুক করতে পারবেন।
ছোট দূরত্বে যাওয়া যাতায়াতকারীদের আপাতত পাখির চোখ করেছে সংস্থা। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে টোটোর চাহিদা রয়েছে বিপুল। প্রাথমিক ভাবে মোট ৫০০টি টোটো সংস্থা নামাতে পারে। ক্যাব ও অটো পরিষেবা ছাড়াও এই প্রথম কোনও সংস্থা টোটো পরিষেবা আনছে শহরে।
এখন বাড়ি বসেই টোটো বুক করা যাবে। ফলে অনেকটাই শহরবাসীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। শুধু কলকাতা নয়, দিল্লিতেও ই রিক্সা সার্ভিস রয়েছে উবরের। ২৬টি মেট্রো স্টেশনে কমপক্ষে ১০০টি ই রিক্সা চলে সংস্থার।
More News:
24th January 2021
পুরোনো ১০, ১০০ টাকার নোট বাতিল হতে চলেছে? রিজার্ভ ব্যাঙ্ক কী বলছে
23rd January 2021
22nd January 2021
Online-এ কী ভাবে চেক করবেন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা? জেনে নিন
22nd January 2021
21st January 2021
20th January 2021
20th January 2021
19th January 2021
19th January 2021
Leave A Comment