আগুনে পেট্রোলে ফিকে ‘আচ্ছে দিনের’ স্বপ্ন
Share Link:

নিজস্ব প্রতিনিধি: পেট্রোলে আগুন! মাত্রা ৬ দিনের ব্যবধানে কলকাতায় ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ১ টাকা বেড়ে দাঁড়াল ৮৭ টাকা ১১ পয়সা। গত সোমবারেই একদফা মূল্যবৃদ্ধি হয় পেট্রোলের , তারপরে এদিনের দাম বৃদ্ধিতে পেট্রোল এবার পৌছে গেল ৯০’র কোঠায় ।
কলকাতার পাশাপাশি এদিন দিল্লিতেও পেট্রোলের দাম বেড়ে ৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৫ টাকা ৭০ পয়সা, পাশাপাশি মুম্বাই ও চেন্নাইতে ও পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৯২ টা ও ৮৮ টাকা। পেট্রোলের দাম যে গতিতে বাড়ছে তাতে স্বাভাবিকভাবেই বেকায়দায় পড়তে হয়েছে সাধারন মানুষকে। তেলের দাম বৃদ্ধির সঙ্গে মধ্যবিত্তের পকেট থেকে আরও বেশি করে খসতে চলেছে বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য ক্রুড অয়েল থেকেই উৎপন্ন হয় যদিও লকডাউনের জন্য গতবছর মানুষের চলা ফেরা বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই হ্রাস পেয়েছিল পেট্রোলের মূল্য। তাঁর কারণ প্রতি ব্যারেল ক্রড অয়েলের দাম ৬৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছিল মাত্রা ১৯ টাকা। সেটাই ছিল সব থেকে নিম্নতম দাম। তারপর বছর ঘুরতেই ক্রুড অয়েলের দাম বেড়ে এবার হল প্রতি ব্যারেলের দাম হল ৫৫ টাকা।
অন্যদিকে এইভাবে তেলের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীদলগুলি। ‘আচ্ছেদিনের’ স্বপণ দেখিয়ে কেন্দ্র পেট্রোলের ডিজেলের দাম নিয়ন্ত্রনে যেভাবে ব্যর্থ হয়েছে তাতেও ক্ষুব্ধ সাধারন মধ্যবিত্ত সমাজও।
উল্লেখ্য, ২০১৭ সালে ক্রুড অয়েলের তেলের দাম বৃদ্ধি করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল ওপেক। সেই কারণে তেলের আমদানি মূল্য কম হওয়া সত্বেও দেশের সাধারন মানুষ সেই ‘আচ্ছে দিনের’মুখ কোনও দিনও দেখতে পায়নি।
কলকাতার পাশাপাশি এদিন দিল্লিতেও পেট্রোলের দাম বেড়ে ৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৫ টাকা ৭০ পয়সা, পাশাপাশি মুম্বাই ও চেন্নাইতে ও পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৯২ টা ও ৮৮ টাকা। পেট্রোলের দাম যে গতিতে বাড়ছে তাতে স্বাভাবিকভাবেই বেকায়দায় পড়তে হয়েছে সাধারন মানুষকে। তেলের দাম বৃদ্ধির সঙ্গে মধ্যবিত্তের পকেট থেকে আরও বেশি করে খসতে চলেছে বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য ক্রুড অয়েল থেকেই উৎপন্ন হয় যদিও লকডাউনের জন্য গতবছর মানুষের চলা ফেরা বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই হ্রাস পেয়েছিল পেট্রোলের মূল্য। তাঁর কারণ প্রতি ব্যারেল ক্রড অয়েলের দাম ৬৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছিল মাত্রা ১৯ টাকা। সেটাই ছিল সব থেকে নিম্নতম দাম। তারপর বছর ঘুরতেই ক্রুড অয়েলের দাম বেড়ে এবার হল প্রতি ব্যারেলের দাম হল ৫৫ টাকা।
অন্যদিকে এইভাবে তেলের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীদলগুলি। ‘আচ্ছেদিনের’ স্বপণ দেখিয়ে কেন্দ্র পেট্রোলের ডিজেলের দাম নিয়ন্ত্রনে যেভাবে ব্যর্থ হয়েছে তাতেও ক্ষুব্ধ সাধারন মধ্যবিত্ত সমাজও।
উল্লেখ্য, ২০১৭ সালে ক্রুড অয়েলের তেলের দাম বৃদ্ধি করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল ওপেক। সেই কারণে তেলের আমদানি মূল্য কম হওয়া সত্বেও দেশের সাধারন মানুষ সেই ‘আচ্ছে দিনের’মুখ কোনও দিনও দেখতে পায়নি।
More News:
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
23rd February 2021
Facebook-এর সামনে নত হল অস্ট্রেলিয়া! রদ হল খবর শেয়ারে নিষেধাজ্ঞা
22nd February 2021
22nd February 2021
OTP শুধু নয়, এই সব ভুলের সুযোগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করতে পারে হ্যাকাররা!
21st February 2021
Leave A Comment