বন্ধ হচ্ছে গুগলের পরিষেবা, জানুন কীভাবে সেভ করবেন ডেটা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: গুগল বন্ধ করছে তাঁদের নিজস্ব অ্যাপ গুগল প্লে মিউজিক। সম্প্রতি গ্রাহকদের এই সংক্রান্ত একটি ইমেলও পাঠিয়েছে সংস্থা। সেখানে জানান হয় গুগল প্লে মিউজিক পরিষেবার তথ্য মুছে ফেলবে সংস্থা। তার মধ্যে থাকছে গুগল প্লে মিউজিকের মিউজিক লাইব্রেরি, পার্চেস হিস্ট্রির মত তথ্য। এরপর সংস্থার তরফ থেকে তথ্য মুছে ফেলা হলে আর তা ফেরত পাওয়া যাবে না।
২০২০ তে পাকাপাকিভাবে এই মিউজিক স্ট্রিমিং পরিষেবা বন্ধ করে দিয়েছিল গুগল। সংস্থা ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত সময় দিয়েছিল গ্রাহকদের, তাঁদের সমস্ত তথ্য ডাউনলোড করার জন্য। সংস্থা জানিয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাঁদের তথ্য ডাউনলোড না করেন তাহলে তা একেবারেই মুছে যাবে। সেই সঙ্গে জানানো হয় গুগল প্লে মিউজিকের সমস্ত ব্যবহারকারীর তথ্য হস্তান্তর করা হবে ইউটিউব মিউজিককে।
গুগলের তরফে মেল করে জানানো হয়, “২০২১ সালের ২৪ ফেব্রুয়ারী গুগল প্লে মিউজিকের সমস্ত তথ্য মুছে ফেলা হবে। মিউজিক লাইব্রেরিতে থাকা আপলোড, পার্চেস অথবা গুগল প্লে মিউজিকে অ্যাড করা তথ্যও মুছে যাবে। একবার এই সমস্ত তথ্য মুছে গেলে কোনওভাবে তা ফেরত পাওয়া যাবে না।”
আপনারও গুগল প্লে মিউজিকে তথ্য থাকলে খুব সহজ পদ্ধতিতেই তা বদলে নিতে পারেন ইউটিউব মিউজিকে। দেখে নেওয়া যাক পদ্ধতি-
প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে ইউটিউব মিউজিক অ্যাপটি ডাউনলোড করুন। এরপর অ্যাপটি খুলে স্ক্রিনের উপরে ডান দিকে থাকা ট্রান্সফার বোতামে ক্লিক করুন। এরপরেই গুগল প্লে মিউজিক থেকে পার্চেস ও আপলোডসহ বিভিন্ন তথ্য ট্রান্সফার হতে শুরু করবে। এই তথ্যগুলি ট্রান্সফার হতে সময় লাগবে কয়েকঘন্টা। ট্রান্সফার শেষ হলেই নোটিফিকেশন যাবে গ্রাহকের কাছে।
২০২০ তে পাকাপাকিভাবে এই মিউজিক স্ট্রিমিং পরিষেবা বন্ধ করে দিয়েছিল গুগল। সংস্থা ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত সময় দিয়েছিল গ্রাহকদের, তাঁদের সমস্ত তথ্য ডাউনলোড করার জন্য। সংস্থা জানিয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাঁদের তথ্য ডাউনলোড না করেন তাহলে তা একেবারেই মুছে যাবে। সেই সঙ্গে জানানো হয় গুগল প্লে মিউজিকের সমস্ত ব্যবহারকারীর তথ্য হস্তান্তর করা হবে ইউটিউব মিউজিককে।
গুগলের তরফে মেল করে জানানো হয়, “২০২১ সালের ২৪ ফেব্রুয়ারী গুগল প্লে মিউজিকের সমস্ত তথ্য মুছে ফেলা হবে। মিউজিক লাইব্রেরিতে থাকা আপলোড, পার্চেস অথবা গুগল প্লে মিউজিকে অ্যাড করা তথ্যও মুছে যাবে। একবার এই সমস্ত তথ্য মুছে গেলে কোনওভাবে তা ফেরত পাওয়া যাবে না।”
আপনারও গুগল প্লে মিউজিকে তথ্য থাকলে খুব সহজ পদ্ধতিতেই তা বদলে নিতে পারেন ইউটিউব মিউজিকে। দেখে নেওয়া যাক পদ্ধতি-
প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে ইউটিউব মিউজিক অ্যাপটি ডাউনলোড করুন। এরপর অ্যাপটি খুলে স্ক্রিনের উপরে ডান দিকে থাকা ট্রান্সফার বোতামে ক্লিক করুন। এরপরেই গুগল প্লে মিউজিক থেকে পার্চেস ও আপলোডসহ বিভিন্ন তথ্য ট্রান্সফার হতে শুরু করবে। এই তথ্যগুলি ট্রান্সফার হতে সময় লাগবে কয়েকঘন্টা। ট্রান্সফার শেষ হলেই নোটিফিকেশন যাবে গ্রাহকের কাছে।
More News:
20th April 2021
20th April 2021
19th April 2021
সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে ৮২ শতাংশ বাজারই পোস্ট অফিসের কুক্ষিগত
18th April 2021
18th April 2021
CERT-র সতর্কবার্তা! ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে হোয়াটসঅ্যাপ-এর
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment