সুরক্ষার প্রশ্নে প্লে স্টোর থেকে ৪টি 'ইনস্ট্যান্ট লোন' অ্যাপ মুছে দিল গুগল
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বেআইনি ভাবে স্বল্প মেয়াদে চড়া সুদে ঋণ দেওয়া, ঋণগ্রহীতাদের নানা হয়রানি, সমস্যার সমাধানে এ বার কড়া পদক্ষেপ করতে চলেছে। এবার গুগল সেই পথে হেঁটে প্লে স্টোর থেকে নির্ধারিত বিধি লঙ্ঘনের অপরাধে চারটি ইনস্ট্যান্ট লোন অ্যাপকে মুছে দিল।
একটি ব্লগ পোস্টে গুগল ইন্ডিয়া বৃহস্পতিবার জানিয়েছে যে, প্লে স্টোর-এর এমন যে কোনও ঋণের অ্যাপ সরিয়ে ফেলবে যা স্থানীয় আইন ও নীতি লঙ্ঘন করবে। গুগল-এর প্লে স্টোর-এ কমপক্ষে ১০টি ভারতীয় ঋণ প্রদান অ্যাপকে চিহ্নিত করার পরে ঋণ পরিশোধের মেয়াদের ক্ষেত্রে গুগল নির্ধারিত বিধি লঙ্ঘন করার ফলে ১০টি ইনস্ট্যান্ট লোন অ্যাপকে চিহ্নিত করে সেগুলিকে প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়েছে।
গুগল ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট, প্রোডাক্ট, এন্ড্রোইড সিকিউরিটি এন্ড প্রাইভেসি সুজানে ফ্রে বলেন, "আমরা ভারতে শত শত ব্যক্তিগত ঋণ অ্যাপ পর্যালোচনা করেছি, ব্যবহারকারী এবং সরকারী সংস্থাগুলির দ্বারা জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে। আমাদের ব্যবহারকারী সুরক্ষা নীতি লঙ্ঘন করার জন্য যে অ্যাপগুলি পাওয়া গেছে তা স্টোর থেকে তৎক্ষণাত অপসারণ করা হয়েছে এবং আমরা বাকী অ্যাপগুলিকেও সনাক্ত করে সেগুলির ডেভেলপারদের জিজ্ঞাসা করেছি। যে অ্যাপগুলি নির্ধারিত নিয়ম মানবে না বা মানছে না, সেগুলিকে কোনও রকম বিজ্ঞপ্তি ছাড়াই অপসারণ করা হবে। এছাড়াও, আমরা এ দেশের আইন অনুযায়ী তদন্তকারী সংস্থাগুলিকে এই বিষয়ে সহায়তা করব।"
সংবাদ সংস্থা রয়টার্স জানানোর পরই গুগল 10MinuteLoan, Ex-Money, Extra Mudra এবং StuCred— এই চারটি অ্যাপকে চিহ্নিত করে প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঋণগ্রহীতারা কমপক্ষে ৬টি অ্যাপের সম্পর্কে জানিয়েছেন যেগুলি প্লে স্টোর-এ উপলব্ধ রয়েছে এবং ঋণ পরিশোধের মেয়াদ ৭ দিনেরও কম। বেশ কয়েকটি অ্যাপে ৩০ দিনের মেয়াদ-সহ ১০,০০০ টাকার কম ঋণের উপর ৬০ শতাংশ হারে সুদ নেওয়া ছাড়াও ২০০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেয়।
এই চারটি অ্যাপ গুগল প্লে-এর ডেভলপার নীতি কোনও ভাবেই মানছিল না। শুধু তাই নয়, এই চার অ্যাপ ভারতীয় আইনও মানছিল না। তাই এগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে নিল গুগল।
"গুগল প্লে-এর ডেভলপারদের জন্য নির্দেশাবলিতে নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থার (এনবিএফসি) অ্যাপগুলিকে স্পষ্ট বলা আছে যে, ব্যক্তিগত ঋণ পরিশোধের ক্ষেত্রে অন্তত ৬০ দিন বা তার বেশি দিনের মেয়াদে ঋণ দিতে হবে। এর কমে কোনও ঋণ পরিশোধের মেয়াদ চাপানো যাবে না। পাশাপাশি ব্যক্তিগত ঋণের প্রদানের ক্ষেত্রে স্থানীয় আইন মেনে চলতে হবে।
স্বল্পমেয়াদী ব্যক্তিগত ঋণ মাত্র ২-৩ মিনিটেই দেওয়ার টোপ দিয়ে এমন অনেক সংস্থাই এখন চড়া সুদে বাজারে টাকা খাটাচ্ছে। এদের অনেকেই কাছেই রিজার্ভ ব্যাঙ্কের মতো নিয়ন্ত্রকের ছাড়পত্র নেই। ফলে বাড়ছে প্রতারনা আর হয়রানির ঝুঁকি। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এ বিষয়ে দেশের মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে।
একটি ব্লগ পোস্টে গুগল ইন্ডিয়া বৃহস্পতিবার জানিয়েছে যে, প্লে স্টোর-এর এমন যে কোনও ঋণের অ্যাপ সরিয়ে ফেলবে যা স্থানীয় আইন ও নীতি লঙ্ঘন করবে। গুগল-এর প্লে স্টোর-এ কমপক্ষে ১০টি ভারতীয় ঋণ প্রদান অ্যাপকে চিহ্নিত করার পরে ঋণ পরিশোধের মেয়াদের ক্ষেত্রে গুগল নির্ধারিত বিধি লঙ্ঘন করার ফলে ১০টি ইনস্ট্যান্ট লোন অ্যাপকে চিহ্নিত করে সেগুলিকে প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়েছে।
গুগল ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট, প্রোডাক্ট, এন্ড্রোইড সিকিউরিটি এন্ড প্রাইভেসি সুজানে ফ্রে বলেন, "আমরা ভারতে শত শত ব্যক্তিগত ঋণ অ্যাপ পর্যালোচনা করেছি, ব্যবহারকারী এবং সরকারী সংস্থাগুলির দ্বারা জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে। আমাদের ব্যবহারকারী সুরক্ষা নীতি লঙ্ঘন করার জন্য যে অ্যাপগুলি পাওয়া গেছে তা স্টোর থেকে তৎক্ষণাত অপসারণ করা হয়েছে এবং আমরা বাকী অ্যাপগুলিকেও সনাক্ত করে সেগুলির ডেভেলপারদের জিজ্ঞাসা করেছি। যে অ্যাপগুলি নির্ধারিত নিয়ম মানবে না বা মানছে না, সেগুলিকে কোনও রকম বিজ্ঞপ্তি ছাড়াই অপসারণ করা হবে। এছাড়াও, আমরা এ দেশের আইন অনুযায়ী তদন্তকারী সংস্থাগুলিকে এই বিষয়ে সহায়তা করব।"
সংবাদ সংস্থা রয়টার্স জানানোর পরই গুগল 10MinuteLoan, Ex-Money, Extra Mudra এবং StuCred— এই চারটি অ্যাপকে চিহ্নিত করে প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঋণগ্রহীতারা কমপক্ষে ৬টি অ্যাপের সম্পর্কে জানিয়েছেন যেগুলি প্লে স্টোর-এ উপলব্ধ রয়েছে এবং ঋণ পরিশোধের মেয়াদ ৭ দিনেরও কম। বেশ কয়েকটি অ্যাপে ৩০ দিনের মেয়াদ-সহ ১০,০০০ টাকার কম ঋণের উপর ৬০ শতাংশ হারে সুদ নেওয়া ছাড়াও ২০০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেয়।
এই চারটি অ্যাপ গুগল প্লে-এর ডেভলপার নীতি কোনও ভাবেই মানছিল না। শুধু তাই নয়, এই চার অ্যাপ ভারতীয় আইনও মানছিল না। তাই এগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে নিল গুগল।
"গুগল প্লে-এর ডেভলপারদের জন্য নির্দেশাবলিতে নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থার (এনবিএফসি) অ্যাপগুলিকে স্পষ্ট বলা আছে যে, ব্যক্তিগত ঋণ পরিশোধের ক্ষেত্রে অন্তত ৬০ দিন বা তার বেশি দিনের মেয়াদে ঋণ দিতে হবে। এর কমে কোনও ঋণ পরিশোধের মেয়াদ চাপানো যাবে না। পাশাপাশি ব্যক্তিগত ঋণের প্রদানের ক্ষেত্রে স্থানীয় আইন মেনে চলতে হবে।
স্বল্পমেয়াদী ব্যক্তিগত ঋণ মাত্র ২-৩ মিনিটেই দেওয়ার টোপ দিয়ে এমন অনেক সংস্থাই এখন চড়া সুদে বাজারে টাকা খাটাচ্ছে। এদের অনেকেই কাছেই রিজার্ভ ব্যাঙ্কের মতো নিয়ন্ত্রকের ছাড়পত্র নেই। ফলে বাড়ছে প্রতারনা আর হয়রানির ঝুঁকি। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এ বিষয়ে দেশের মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে।
More News:
26th January 2021
26th January 2021
নেটফ্লিক্স, অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘স্টুডিও মানের’ অডিও নিয়ে এল
26th January 2021
26th January 2021
25th January 2021
24th January 2021
পুরোনো ১০, ১০০ টাকার নোট বাতিল হতে চলেছে? রিজার্ভ ব্যাঙ্ক কী বলছে
23rd January 2021
22nd January 2021
Online-এ কী ভাবে চেক করবেন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা? জেনে নিন
22nd January 2021
21st January 2021
Leave A Comment