গুগলেও ফাঁদ পেতে থাকে হ্যাকাররা, ভুল পথে পা বাড়ানোর আগে দেখে নিন
Share Link:

নিজস্ব প্রতিনিধি: যেকোনও প্রশ্নের উত্তর নিমেশে পেতে হামেশাই অনেকে দ্বারস্থ হন গুগল বাবাজির কাছে। সে পড়াশোনাই হোক বা ব্রেকিং নিউজ বা সাধারণ জ্ঞানের বিষয়। শুধু জিজ্ঞাস্য বস্তু লিখে সার্চ করলেই মেলে চটজলদি উত্তর। তবে এমন কিছু বিষয় আছে যেগুলি জন্য গুগল-র উপর ভরসা আদতে সমস্যা ডেকে আনতে পারে ব্যবহারকারীর জন্য। এক্ষেত্রে দোষ গুগলের নয়। মানুষের গুগলের ওপর অগাধ ভরসার অভ্যাসের কারণে ফাঁদ পেতে থাকে প্রতারকরা। যার ফলে সর্বস্বান্ত হতে পারেন গ্রাহকরা। সেই সঙ্গে বহু ভুয়ো তথ্যও থাকে বিভিন্ন ওয়েবসাইটে। জেনে নিন কোন কোন বিষয় ভুলেও সার্চ করবেন না গুগলে।
কাস্টমার কেয়ার নম্বর: অনেকসময় বিভিন্ন অনলাইন শপিং সাইটগুলি কিছু কিছু জিনি ফেরতের ক্ষেত্রে রিফান্ডের ব্যবস্থা রাখে। অর্থাৎ ক্রেতা জিনিস নেওয়ার নির্দিষ্ট দিনের মধ্যে ফেরত দিলে যে টাকা দিয়ে জিনিসটি কিনেছিলেন তা ফেরত পাবেন। জিনিস ফেরত দিয়েও টাকা ফেরত না পেলে অনেকসময় ক্রেতা কাস্টোমার কেয়ারে অভিযোগ জানানোর জন্য গুগলে সংস্থার নম্বর সার্চ করেন। কিন্তু সেই নম্বর খুঁজতে যাবেন না কারণ অনলাইন সংস্থার ধাঁচেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে দেওয়া থাকে ভুয়ো নম্বর যেখানে ফোন করলেই পড়তে হবে ফাঁদে। সাম্প্রতিক সময়ে এ ধরণের বেশ কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে ব্যাংক ডিটেলস জেনে প্রতারকরা টাকা হাতিয়ে নিয়েছে। তাই গুগলে কাস্টোমার কেয়ারের নম্বর খুঁজতে যাবেন না।
অ্যাপ ও সফটওয়্যার: অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে না খুঁজে সরাসরি গুগল থেকে সার্চ করেন। কিছু অ্যাপও থাকে যেগুলি গুগল প্লে স্টোরে থাকে না। অজানা সাইট থেকে ওই অ্যাপগুলির .apk ফাইল ডাউনলোডের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। ওই ফাইলে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার। যা ইনস্টল করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর প্রাইভেসি হাতছাড়া হয়ে যাবে। সেই স্মার্টফোনটিও খারাপ হতে পারে। শুধু তাই নয়, এই সমস্ত অ্যাপের আদলে থাকতে পারে মিরর অ্যাপ যার ফলে ব্যবহারকারীর অজান্তেই ব্যাংক ডিটেলস হাতিয়ে নিতে পারে প্রতারকরা।
শেয়ার বাজার, ট্রেডিং-এর বুদ্ধি: শেয়ার বাজার বা ট্রেডিং সম্বন্ধে গুগল-এ সার্চ করলে বহু ওয়েবসাইটে পরামর্শ দ্বেওয়া থাকে। কিছু নির্দিষ্ট ও নামী ওয়েবসাইট ছাড়া শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি নেওয়া উচিত নয়। যা ঝুঁকি হতে পারে। সেই সঙ্গে আগাছার মতো কিছু সংস্থা ট্রেডিং সংস্থার নাম ভাঁড়িয়ে প্রতারণার ফাঁদ পেতে থাকে। তাই এই বিষয়ে গুগলের উপর নির্ভর না করাই ভাল।
ওষুধ ও চিকিত্সা: গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটের ‘নানা মুনির নানা মত’ মেনে দাক্তারি করতে যাবেন না। টুকটাক বা প্রাথমিক চিকিত্সা ইত্যাদি দেখতে পারেন। তবে সেক্ষেত্রেও নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে তবেই তা দেখবেন। গুরুতর রোগের ক্ষেত্রে গুগল সার্চ করে ওয়েবসাইট দেখে ডাক্তারি করা বিচক্ষণের কাজ নয়। গুগল থেকে দেখে কোনও ওষুধ বা সাপ্লিমেন্টও কিনবেন না।
ভুয়ো ই-কমার্স ওয়েবসাইট: বর্তমানে ভুয়ো ই-কমার্স ওয়েবসাইটের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। জনপ্রিয় ই-কমার্স সাইটের নকলে তৈরি এই ভুয়ো ওয়েবসাইট। অবিশ্বাস্য এবং নজরকাড়া বেশ কিছু ডিসকাউন্ট দেওয়ার প্রতিশ্রুতি থাকে এই সমস্ত ভুয়ো সাইটে। এই ধরনের সন্দেহজনক ডিসকাউন্ট দেখলেই সতর্ক হোন।
ব্যাংকিং সংক্রান্ত যে কোনও লিংক: গুগল সার্চ করে কোনও ব্যাংকের ওয়েবসাইটে ঢোকবার আগে সতর্ক হোন। ব্যাংকের ওয়েবসাইটের মত হুবহু দেখতে ভুয়ো ওয়েবসাইটের পাল্লায় পড়লে সর্বস্বান্ত হতে পারেন। সেক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ব্যাংকিং-র ক্ষেত্রে অবশ্যই সরাসরি ব্রাউজারে ওয়েব অ্যাড্রেসটি টাইপ করে তবেই খুলুন। অথবা সংশ্লিষ্ট ব্যাংকের তৈরি অ্যাপই ব্যবহার করুন। এখানেই শেষ নয়, অনলাইন আর্থিক লেনদেনের সময়ও থাকুন সতর্ক।
কাস্টমার কেয়ার নম্বর: অনেকসময় বিভিন্ন অনলাইন শপিং সাইটগুলি কিছু কিছু জিনি ফেরতের ক্ষেত্রে রিফান্ডের ব্যবস্থা রাখে। অর্থাৎ ক্রেতা জিনিস নেওয়ার নির্দিষ্ট দিনের মধ্যে ফেরত দিলে যে টাকা দিয়ে জিনিসটি কিনেছিলেন তা ফেরত পাবেন। জিনিস ফেরত দিয়েও টাকা ফেরত না পেলে অনেকসময় ক্রেতা কাস্টোমার কেয়ারে অভিযোগ জানানোর জন্য গুগলে সংস্থার নম্বর সার্চ করেন। কিন্তু সেই নম্বর খুঁজতে যাবেন না কারণ অনলাইন সংস্থার ধাঁচেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে দেওয়া থাকে ভুয়ো নম্বর যেখানে ফোন করলেই পড়তে হবে ফাঁদে। সাম্প্রতিক সময়ে এ ধরণের বেশ কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে ব্যাংক ডিটেলস জেনে প্রতারকরা টাকা হাতিয়ে নিয়েছে। তাই গুগলে কাস্টোমার কেয়ারের নম্বর খুঁজতে যাবেন না।
অ্যাপ ও সফটওয়্যার: অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে না খুঁজে সরাসরি গুগল থেকে সার্চ করেন। কিছু অ্যাপও থাকে যেগুলি গুগল প্লে স্টোরে থাকে না। অজানা সাইট থেকে ওই অ্যাপগুলির .apk ফাইল ডাউনলোডের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। ওই ফাইলে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার। যা ইনস্টল করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর প্রাইভেসি হাতছাড়া হয়ে যাবে। সেই স্মার্টফোনটিও খারাপ হতে পারে। শুধু তাই নয়, এই সমস্ত অ্যাপের আদলে থাকতে পারে মিরর অ্যাপ যার ফলে ব্যবহারকারীর অজান্তেই ব্যাংক ডিটেলস হাতিয়ে নিতে পারে প্রতারকরা।
শেয়ার বাজার, ট্রেডিং-এর বুদ্ধি: শেয়ার বাজার বা ট্রেডিং সম্বন্ধে গুগল-এ সার্চ করলে বহু ওয়েবসাইটে পরামর্শ দ্বেওয়া থাকে। কিছু নির্দিষ্ট ও নামী ওয়েবসাইট ছাড়া শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি নেওয়া উচিত নয়। যা ঝুঁকি হতে পারে। সেই সঙ্গে আগাছার মতো কিছু সংস্থা ট্রেডিং সংস্থার নাম ভাঁড়িয়ে প্রতারণার ফাঁদ পেতে থাকে। তাই এই বিষয়ে গুগলের উপর নির্ভর না করাই ভাল।
ওষুধ ও চিকিত্সা: গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটের ‘নানা মুনির নানা মত’ মেনে দাক্তারি করতে যাবেন না। টুকটাক বা প্রাথমিক চিকিত্সা ইত্যাদি দেখতে পারেন। তবে সেক্ষেত্রেও নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে তবেই তা দেখবেন। গুরুতর রোগের ক্ষেত্রে গুগল সার্চ করে ওয়েবসাইট দেখে ডাক্তারি করা বিচক্ষণের কাজ নয়। গুগল থেকে দেখে কোনও ওষুধ বা সাপ্লিমেন্টও কিনবেন না।
ভুয়ো ই-কমার্স ওয়েবসাইট: বর্তমানে ভুয়ো ই-কমার্স ওয়েবসাইটের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। জনপ্রিয় ই-কমার্স সাইটের নকলে তৈরি এই ভুয়ো ওয়েবসাইট। অবিশ্বাস্য এবং নজরকাড়া বেশ কিছু ডিসকাউন্ট দেওয়ার প্রতিশ্রুতি থাকে এই সমস্ত ভুয়ো সাইটে। এই ধরনের সন্দেহজনক ডিসকাউন্ট দেখলেই সতর্ক হোন।
ব্যাংকিং সংক্রান্ত যে কোনও লিংক: গুগল সার্চ করে কোনও ব্যাংকের ওয়েবসাইটে ঢোকবার আগে সতর্ক হোন। ব্যাংকের ওয়েবসাইটের মত হুবহু দেখতে ভুয়ো ওয়েবসাইটের পাল্লায় পড়লে সর্বস্বান্ত হতে পারেন। সেক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ব্যাংকিং-র ক্ষেত্রে অবশ্যই সরাসরি ব্রাউজারে ওয়েব অ্যাড্রেসটি টাইপ করে তবেই খুলুন। অথবা সংশ্লিষ্ট ব্যাংকের তৈরি অ্যাপই ব্যবহার করুন। এখানেই শেষ নয়, অনলাইন আর্থিক লেনদেনের সময়ও থাকুন সতর্ক।
More News:
20th April 2021
20th April 2021
19th April 2021
সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে ৮২ শতাংশ বাজারই পোস্ট অফিসের কুক্ষিগত
18th April 2021
18th April 2021
CERT-র সতর্কবার্তা! ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে হোয়াটসঅ্যাপ-এর
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment