ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে নতুন নিয়ম জারি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে শেয়ার হয় ভুয়ো তথ্য। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এর আতুঁড়ঘর হলেও অনেক সময় সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও এই ভ্রান্ত ধারনা ছড়িয়ে দেন নিজেদের অজান্তেই। দর্শকদের বিপথে চালিত হওয়া থেকে আটকাতেই এএসসিআই বা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া নতুন গাইডলাইন এনেছে।
মূলত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে প্রযোজ্য এই গাইডলাইন। এএসসিআই এর দাবি, ইনফ্লুয়েরন্সাররা নিজেদের প্রমোশনের জন্য এমন অনেক কিছুই করেন বা দেখান যার অস্তিত্ব আদতে দর্শকরা খুঁজেই পান না। সেই ব্যাপারটি বন্ধ করতেই এই গাইডলাইন।
নতুন নিয়ম অনুযায়ী, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের তাঁদের ভিডিওর যাবতীয় তথ্য তাঁদের তুলে ধরতে হবে জনসমক্ষে। ভিডিওতে কোনও ক্রিয়েটিভ পোস্ট বা অন্য কোনও বিষয় বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হলে তা একটি ডিজক্লোজার লেবেল দিয়ে জানাতে হবে। ভিডিওতে কোনও বিজ্ঞাপন থাকলে সেটিও জানাতে হবে সেই ইনফ্লুয়েন্সারকে।
সব ধরনের পেড কনটেন্ট বা অনলাইন বিজ্ঞাপন – সব ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর। অর্থাৎ ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম, ব্লগ এইসব ক্ষেত্রে ব্যবহৃত হবে। সতর্কীকরণগুলো এমনভাবেই করতে হবে যাতে গ্রাহকরা বুঝতে পারেন যে ভিডিওটি আদতে ইনফ্লুয়েন্সারের নিজস্ব মতামত নাকি ভিডিওটি স্পনসর করা।
‘ফাস্টেস্ট স্পিড’ বা ‘বেস্ট ইন ক্লাস’ এই ধরনের বিশেষণ ব্যবহার করা যাবে না। ৩১ শে মার্চ এই গাইডলাইন প্রকাশিত হবে। এই গাইডলাইন প্রকাশ পেলে তাঁর পরবর্তী সমস্ত কনটেন্টে তা মানতে হবে।
মূলত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে প্রযোজ্য এই গাইডলাইন। এএসসিআই এর দাবি, ইনফ্লুয়েরন্সাররা নিজেদের প্রমোশনের জন্য এমন অনেক কিছুই করেন বা দেখান যার অস্তিত্ব আদতে দর্শকরা খুঁজেই পান না। সেই ব্যাপারটি বন্ধ করতেই এই গাইডলাইন।
নতুন নিয়ম অনুযায়ী, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের তাঁদের ভিডিওর যাবতীয় তথ্য তাঁদের তুলে ধরতে হবে জনসমক্ষে। ভিডিওতে কোনও ক্রিয়েটিভ পোস্ট বা অন্য কোনও বিষয় বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হলে তা একটি ডিজক্লোজার লেবেল দিয়ে জানাতে হবে। ভিডিওতে কোনও বিজ্ঞাপন থাকলে সেটিও জানাতে হবে সেই ইনফ্লুয়েন্সারকে।
সব ধরনের পেড কনটেন্ট বা অনলাইন বিজ্ঞাপন – সব ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর। অর্থাৎ ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম, ব্লগ এইসব ক্ষেত্রে ব্যবহৃত হবে। সতর্কীকরণগুলো এমনভাবেই করতে হবে যাতে গ্রাহকরা বুঝতে পারেন যে ভিডিওটি আদতে ইনফ্লুয়েন্সারের নিজস্ব মতামত নাকি ভিডিওটি স্পনসর করা।
‘ফাস্টেস্ট স্পিড’ বা ‘বেস্ট ইন ক্লাস’ এই ধরনের বিশেষণ ব্যবহার করা যাবে না। ৩১ শে মার্চ এই গাইডলাইন প্রকাশিত হবে। এই গাইডলাইন প্রকাশ পেলে তাঁর পরবর্তী সমস্ত কনটেন্টে তা মানতে হবে।
More News:
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
Facebook-এর সামনে নত হল অস্ট্রেলিয়া! রদ হল খবর শেয়ারে নিষেধাজ্ঞা
22nd February 2021
22nd February 2021
OTP শুধু নয়, এই সব ভুলের সুযোগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করতে পারে হ্যাকাররা!
21st February 2021
21st February 2021
মাত্র ২০ টাকায় ১২৫ কিলোমিটার! বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার
Leave A Comment