প্লে স্টেশন ৫ এখন পাঁচ লাখ ডলারে!
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রতিষ্ঠান ক্যাভিয়ার, যারা সাধারণত আইফোনের ‘অতিমাত্রায়’ দামী গোল্ড মডেল বিক্রি করে জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ঘোষণা করে, এবার ডিভাইসের পরিধি বাড়িয়ে সনির প্লেস্টেশন ৫ বিক্রি করবে। যদিও সে সময় কনসোলটির মূল্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ক্যাভিয়ার জানিয়েছে চারশ’ মার্কিন ডলারের প্লেস্টেশন ৫ গেইমিং কনসোল পাঁচ লাখ মার্কিন ডলারে বিক্রি করবে। সোনা দিয়ে মোড়ানো এই গেইমিং কনসোল বানানো হবে মাত্র নয়টি।
প্রযুক্তি সাইট ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, চার লাখ ৯৯ হাজার ৯৯৯ মার্কিন ডলারের এই কনসোলটি মোড়ানো হবে ১৮ ক্যারেট সোনা দিয়ে। আর গেইমিং কনসোলটির কন্ট্রোলার মোড়ানো থাকবে কুমিরের চামড়া দিয়ে।
ইতিমধ্যে ক্যাভিয়ার তাদের ওয়েবসাইটে কনসোলটি তুলেছে বিক্রির জন্য। কিন্তু পকেটে পাঁচ লাখ ডলার না থাকলে এটি কেনার স্বপ্ন বৃথা। এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাভিয়ার জানিয়েছে, পিএস৫ কনসোলগুলো বানাতে প্রায় চার মাস সময় লাগবে। একটি পরীক্ষামূলক নমুনা বানাতে একজন স্বর্ণকার বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, এরই মধ্যে কনসোলটির জন্য দেড় হাজার আবেদন এসেছে বলেও দাবি করেছে ক্যাভিয়ার।
প্রযুক্তি সাইট ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, চার লাখ ৯৯ হাজার ৯৯৯ মার্কিন ডলারের এই কনসোলটি মোড়ানো হবে ১৮ ক্যারেট সোনা দিয়ে। আর গেইমিং কনসোলটির কন্ট্রোলার মোড়ানো থাকবে কুমিরের চামড়া দিয়ে।
ইতিমধ্যে ক্যাভিয়ার তাদের ওয়েবসাইটে কনসোলটি তুলেছে বিক্রির জন্য। কিন্তু পকেটে পাঁচ লাখ ডলার না থাকলে এটি কেনার স্বপ্ন বৃথা। এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাভিয়ার জানিয়েছে, পিএস৫ কনসোলগুলো বানাতে প্রায় চার মাস সময় লাগবে। একটি পরীক্ষামূলক নমুনা বানাতে একজন স্বর্ণকার বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, এরই মধ্যে কনসোলটির জন্য দেড় হাজার আবেদন এসেছে বলেও দাবি করেছে ক্যাভিয়ার।
More News:
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
Facebook-এর সামনে নত হল অস্ট্রেলিয়া! রদ হল খবর শেয়ারে নিষেধাজ্ঞা
22nd February 2021
22nd February 2021
OTP শুধু নয়, এই সব ভুলের সুযোগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করতে পারে হ্যাকাররা!
21st February 2021
21st February 2021
মাত্র ২০ টাকায় ১২৫ কিলোমিটার! বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার
Leave A Comment