আসামে করোনা চিকিৎসার হাসপাতালে ওষুধ সরবরাহে রোবট
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস আক্রান্ত রোগীদেরকে আসামের এক হাসপাতালে ওষুধ সরবরাহ এবং অন্যান্য জরুরি সেবা দেবে রোবট, কর্মকর্তাদের এমনটাই বক্তব্য।
গুয়াহাটিভিত্তিক ইয়ান্ত্রাবট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড রোবটটি বানিয়েছে বলে জানিয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। করোনাভাইরাস বা অন্যান্য ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগীদের আইসোলেশন চেম্বারে ওষুধ, খাবার এবং অন্যান্য জরুরি সেবা দেবে এই রিমোট নিয়ন্ত্রিত রোবটগুলো।
আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দা সনোয়াল শনিবার দিবুগারের আসাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল সাঞ্জিব কাকাতির কাছে দুইটি রোবট তুলে দিয়েছেন। রোবটের নকশা করার জন্য ইয়ান্ত্রাবট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা আরুনজয়তি বর্গহাইকে ধন্যবাদ জানিয়ে সনোয়াল বলেছেন, রোবট দু’টি হাসপাতালে রোগীর সেবায় বড় ভূমিকা রাখবে।
অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, রোটারি ফাউন্ডেশন অফ রোটারি ইন্টারন্যাশনালের রোটারি ক্লাব অফ দিবুগার এবং বাংলাদেশের রোটারি ক্লাব অফ ঢাকা রয়ালের তত্ত্বাবধানে ‘গ্লোবাল গ্র্যান্টের’ তহবিলে কোভিড-১৯ কাঠামোয় প্রয়োজনীয় যন্ত্রাংশের অংশ এই রোবট।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে এমন আরেকটি রোবট বানিয়েছেন ত্রিপুরা ইউনিভার্সিটির তরুণ বিজ্ঞানী হারজিত নাথ। গত বছরের মে মাসে সরকারি কোভিড কেয়ার সেন্টারে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সেবায় কাজে লাগানো হয়েছে রোবটটিকে।
গুয়াহাটিভিত্তিক ইয়ান্ত্রাবট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড রোবটটি বানিয়েছে বলে জানিয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। করোনাভাইরাস বা অন্যান্য ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগীদের আইসোলেশন চেম্বারে ওষুধ, খাবার এবং অন্যান্য জরুরি সেবা দেবে এই রিমোট নিয়ন্ত্রিত রোবটগুলো।
আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দা সনোয়াল শনিবার দিবুগারের আসাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল সাঞ্জিব কাকাতির কাছে দুইটি রোবট তুলে দিয়েছেন। রোবটের নকশা করার জন্য ইয়ান্ত্রাবট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা আরুনজয়তি বর্গহাইকে ধন্যবাদ জানিয়ে সনোয়াল বলেছেন, রোবট দু’টি হাসপাতালে রোগীর সেবায় বড় ভূমিকা রাখবে।
অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, রোটারি ফাউন্ডেশন অফ রোটারি ইন্টারন্যাশনালের রোটারি ক্লাব অফ দিবুগার এবং বাংলাদেশের রোটারি ক্লাব অফ ঢাকা রয়ালের তত্ত্বাবধানে ‘গ্লোবাল গ্র্যান্টের’ তহবিলে কোভিড-১৯ কাঠামোয় প্রয়োজনীয় যন্ত্রাংশের অংশ এই রোবট।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে এমন আরেকটি রোবট বানিয়েছেন ত্রিপুরা ইউনিভার্সিটির তরুণ বিজ্ঞানী হারজিত নাথ। গত বছরের মে মাসে সরকারি কোভিড কেয়ার সেন্টারে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সেবায় কাজে লাগানো হয়েছে রোবটটিকে।
More News:
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
23rd February 2021
Facebook-এর সামনে নত হল অস্ট্রেলিয়া! রদ হল খবর শেয়ারে নিষেধাজ্ঞা
22nd February 2021
22nd February 2021
OTP শুধু নয়, এই সব ভুলের সুযোগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করতে পারে হ্যাকাররা!
21st February 2021
Leave A Comment