নইন্টারনেটের গতিতে নতুন দিশা স্যামসাং-এর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব বাজারে শীঘ্রই আসতে চলেছে ৫ জি। টেলিকম সংস্থাগুলি বহুদিন যাবৎ পরীক্ষা নিরিক্ষাও চালু করে দিয়েছে। সেই সঙ্গে স্মার্টফোন নির্মান সংস্থাগুলিও তাঁদের প্রযুক্তিকে উন্নত করে তোলার চেষ্টা চালাচ্ছে জোরকদমে। এই প্রযুক্তি ব্যবহারে সব থেকে বেশি গতি পাওয়ার দাবি করেছে স্যামসাং।
উন্নতমানের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য সংস্থার তুলনায় বেশি ডাউনলোড গতি দেওয়ার কথা জানিয়েছে স্যামসাং। যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ৫জি এবং ৪জি, এই দুই এলটিই ভিত্তিক মাধ্যমকে ব্যবহার করেছে কোরিয়ান ফোন নির্মাতা সঙ্গস্থাটি।
সম্প্রতি কোরিয়ার সিউলে এই সংস্থাটি তাঁদের নতুন প্রযুক্তির কিছু পরীক্ষা চালায়। সেই পরীক্ষায় তাঁরা ডাউনলোডের গতি লক্ষ্য করে সেকেন্ডে ৫.২৩ গিগা বাইটস। তাঁদের স্মার্টফোন গ্যালাক্সি এস২০ ব্যবহার করে এই গতিতে একটি ফুল হাই ডেফিনিশন সিনেমা ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ৬ সেকেন্ড। গতবছর সংস্থা এমইউ-এমআইএমও প্রযুক্তি ব্যবহার করে ৪.২৫ গিগা বাইটস প্রতি সেকেন্ড গতি তুলতে পেরেছিল। এবছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল স্যামসাং সংস্থা।
সংস্থা তাঁদের নতুন প্রযুক্তিতে ব্যবহার করেছে ই-ইউটিআরএএন নিউ রেডিও ডুয়াল কানেক্টিভিটি। এই প্রযুক্তি ইন্টারনেটের গতি বাড়াতে সাহায্য করবে। গ্রাহকরা ৫জি কানেকশনের সঙ্গেই উন্নততর ৪জি কানেকশনের পরিষেবাও পাবেন।
সামসাং জানিয়েছে, ইএনডিসি প্রযুক্তিতে এমএমওয়েভে চল্লিশ মেগাহার্টজে ৪জি ও আটশো মেগাহার্টজ ৫জি ফ্রিকোয়েন্সিকে একত্রিত করতে সক্ষম হয়েছে। তাঁরা জানিয়ে, "এই সফল প্রদর্শনী ৫জি র দিকে এক দ্রুত, স্থায়ী ও কার্যকরী যাত্রাকে নির্দেশ করে”।
স্যামসাং নিজেদের উপস্থিতি পাকা করতে চিপসেট ও রেডিওসহ এন্ড-টু-এন্ড ৫জি পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা আর নিউ জিল্যান্ডের মতো দেশগুলোর টেলিকম অপারেটর সঙ্গে ৫জি নেটওয়ার্ক সামগ্রী সরবরাহ করার চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
উন্নতমানের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য সংস্থার তুলনায় বেশি ডাউনলোড গতি দেওয়ার কথা জানিয়েছে স্যামসাং। যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ৫জি এবং ৪জি, এই দুই এলটিই ভিত্তিক মাধ্যমকে ব্যবহার করেছে কোরিয়ান ফোন নির্মাতা সঙ্গস্থাটি।
সম্প্রতি কোরিয়ার সিউলে এই সংস্থাটি তাঁদের নতুন প্রযুক্তির কিছু পরীক্ষা চালায়। সেই পরীক্ষায় তাঁরা ডাউনলোডের গতি লক্ষ্য করে সেকেন্ডে ৫.২৩ গিগা বাইটস। তাঁদের স্মার্টফোন গ্যালাক্সি এস২০ ব্যবহার করে এই গতিতে একটি ফুল হাই ডেফিনিশন সিনেমা ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ৬ সেকেন্ড। গতবছর সংস্থা এমইউ-এমআইএমও প্রযুক্তি ব্যবহার করে ৪.২৫ গিগা বাইটস প্রতি সেকেন্ড গতি তুলতে পেরেছিল। এবছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল স্যামসাং সংস্থা।
সংস্থা তাঁদের নতুন প্রযুক্তিতে ব্যবহার করেছে ই-ইউটিআরএএন নিউ রেডিও ডুয়াল কানেক্টিভিটি। এই প্রযুক্তি ইন্টারনেটের গতি বাড়াতে সাহায্য করবে। গ্রাহকরা ৫জি কানেকশনের সঙ্গেই উন্নততর ৪জি কানেকশনের পরিষেবাও পাবেন।
সামসাং জানিয়েছে, ইএনডিসি প্রযুক্তিতে এমএমওয়েভে চল্লিশ মেগাহার্টজে ৪জি ও আটশো মেগাহার্টজ ৫জি ফ্রিকোয়েন্সিকে একত্রিত করতে সক্ষম হয়েছে। তাঁরা জানিয়ে, "এই সফল প্রদর্শনী ৫জি র দিকে এক দ্রুত, স্থায়ী ও কার্যকরী যাত্রাকে নির্দেশ করে”।
স্যামসাং নিজেদের উপস্থিতি পাকা করতে চিপসেট ও রেডিওসহ এন্ড-টু-এন্ড ৫জি পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা আর নিউ জিল্যান্ডের মতো দেশগুলোর টেলিকম অপারেটর সঙ্গে ৫জি নেটওয়ার্ক সামগ্রী সরবরাহ করার চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
More News:
20th April 2021
20th April 2021
19th April 2021
সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে ৮২ শতাংশ বাজারই পোস্ট অফিসের কুক্ষিগত
18th April 2021
18th April 2021
CERT-র সতর্কবার্তা! ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে হোয়াটসঅ্যাপ-এর
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment