Snapdeal অনলাইন মার্কেটের তালিকায় কুখ্যাতি কুড়িয়ে অভিযুক্ত! অভিযোগ নকল পণ্য বিক্রির
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বৃহত্তম ই–কমার্স প্ল্যাটফর্ম স্ন্যাপডিলের বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগ উঠল আমেরিকায়। ‘নকল পণ্যের কুখ্যাত বাজার পুনঃমূল্যায়ন, ২০২০’–তে স্ন্যাপডিল সহ ভারতের মোট চারটি অনলাইন বাজারকে এর তালিকাভুক্ত করল ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ বা ইউএসটিআর–এর অফিস। এই অনলাইন সংস্থার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ উঠল।
কোনও অনলাইন প্ল্যাটফর্মে এধরনের নকল জিনিস বিক্রির অভিযোগ উঠল এই প্রথমবার। সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ইউএসটিআর–এর পুনঃমূল্যায়ন রিপোর্টে উল্লেখ, ২০১৮–র নভেম্বরে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, স্ন্যাপডিলের ৩৭ শতাংশ ক্রেতা নকল জিনিস পাঠানোর অভিযোগ করেছিলেন। এছাড়াও, ২০১৯–এর জুলাইয়ে নকল জিনিস বিক্রির জন্য ভারতে ফৌজদারি মামলা হয়েছিল স্ন্যাপডিলের প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে।
এধরনের বাজারে নকল ঘড়ি, পোশাক, প্রসাধনী, বৈদ্যুতিন যন্ত্রপাতি, সফ্টওয়্যার এমনকি পাইকারি জিনিসপত্রও বিক্রি হচ্ছে যা রীতিমতো উচ্চ গুণমানের।নকল প্রসাধনী মানুষের ত্বকের পক্ষে মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। এমনকি এই বাজারগুলি থেকে ভারতের অন্যান্য বাজারেও নকল পণ্য সরবরাহ হয়ে থাকে নিয়মিত।
অন্যদিকে যদিও সংস্থার তরফে বলা হয়েছে সঠিক তথ্য না নিয়েই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। যদিও রিপোর্টের তরফে বলা হয়েছে স্ন্যাপডিলের নিজেরই তথ্য ভুল রয়েছে।
কোনও অনলাইন প্ল্যাটফর্মে এধরনের নকল জিনিস বিক্রির অভিযোগ উঠল এই প্রথমবার। সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ইউএসটিআর–এর পুনঃমূল্যায়ন রিপোর্টে উল্লেখ, ২০১৮–র নভেম্বরে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, স্ন্যাপডিলের ৩৭ শতাংশ ক্রেতা নকল জিনিস পাঠানোর অভিযোগ করেছিলেন। এছাড়াও, ২০১৯–এর জুলাইয়ে নকল জিনিস বিক্রির জন্য ভারতে ফৌজদারি মামলা হয়েছিল স্ন্যাপডিলের প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে।
এধরনের বাজারে নকল ঘড়ি, পোশাক, প্রসাধনী, বৈদ্যুতিন যন্ত্রপাতি, সফ্টওয়্যার এমনকি পাইকারি জিনিসপত্রও বিক্রি হচ্ছে যা রীতিমতো উচ্চ গুণমানের।নকল প্রসাধনী মানুষের ত্বকের পক্ষে মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। এমনকি এই বাজারগুলি থেকে ভারতের অন্যান্য বাজারেও নকল পণ্য সরবরাহ হয়ে থাকে নিয়মিত।
অন্যদিকে যদিও সংস্থার তরফে বলা হয়েছে সঠিক তথ্য না নিয়েই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। যদিও রিপোর্টের তরফে বলা হয়েছে স্ন্যাপডিলের নিজেরই তথ্য ভুল রয়েছে।
More News:
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
23rd February 2021
Facebook-এর সামনে নত হল অস্ট্রেলিয়া! রদ হল খবর শেয়ারে নিষেধাজ্ঞা
22nd February 2021
22nd February 2021
OTP শুধু নয়, এই সব ভুলের সুযোগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করতে পারে হ্যাকাররা!
21st February 2021
Leave A Comment