নজিরবিহীন 'জুম'! ‘২০২০’ এর পরেও বিক্রি বাড়ছে
Share Link:

জুম প্রধান এরিক ইউয়ান
নিজস্ব প্রতিনিধি: মহামারীতে গত বছর জুমের ব্যবসা ফুলে-ফেঁপে উঠেছিল। জুম প্রধান এরিক ইউয়ান বলছেন, 'মহামারীতে শুরু হওয়া বাড়ি-থেকে-কাজ অনুশীলন বন্ধ হচ্ছে না'। চলতি বছরও ব্যবসার বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করছে তারা। ভিডিও কনফারেন্সিং পরিসেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বছর বিক্রি ৪০ শতাংশেরও বেশি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সবমিলিয়ে বিক্রি গিয়ে দাঁড়াবে তিনশ’ ৭০ কোটি ডলারে।
অনুমান জানানোর পর প্রতিষ্ঠানটির শেয়ার দর ছয় শতাংশেরও বেশি বেড়েছে। টিকা নেওয়া এবং সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞা উঠে গেলে প্রতিষ্ঠানটি কীভাবে পরিসেবা দেওয়া অব্যাহত রাখবে, তা জানার অপেক্ষায় ছিলেন ব্যবহারকারীরা। যদিও গত বছরের মতো একই গতিতে বৃদ্ধি হবে না বলেও উল্লেখ করেছে জুম। তবে, তারা জানিয়েছে, ব্যবসা দৃঢ় থাকবে। ২০২০ সালের শেষ তিন মাস প্রতিষ্ঠানের বিক্রি ২০১৯ সালের তিন মাসের তুলনায় ৩৭০ শতাংশ বেড়ে ৮৮ হাজার দুইশ’ ৫০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।
“চতুর্থ প্রান্তিক জুমের নজিরবিহীন একটি বছরের দৃঢ় সমাপ্তিকে চিহ্নিত করলো।” – বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান এরিক ইউয়ান। তিনি আরও বলেন, “বিশ্ব মহামারী থেকে উঠে দাঁড়াচ্ছে, আমাদের কাজ মাত্র শুরু হয়েছে।” গোটা বিশ্বে অসংখ্য প্রতিষ্ঠান মহামারীর সময়ে হুট করে বাড়ি-থেকে-কাজ কাঠামোতে কর্মকাণ্ড পরিচালনা শুরু করে। এতে জুমের চাহিদা বেড়েছিল রাতারাতি। সবার কাছে পরিচিত হয়ে উঠে পরিসেবাটি।
বর্তমানে 'নিউ নর্মাল' পরিবেশে কিছু প্রতিষ্ঠান নিজ কার্যালয়ে কর্মী ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করলেও, অনেকেই মনে করছেন মহামারীতে উদ্ভূত বাড়ি-থেকে-কাজ কাঠামো আরও কিছুটা সময় থাকবে। সতরাং এই ধরনের পরিসেবারও ব্যবসা বাড়বে।
অনুমান জানানোর পর প্রতিষ্ঠানটির শেয়ার দর ছয় শতাংশেরও বেশি বেড়েছে। টিকা নেওয়া এবং সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞা উঠে গেলে প্রতিষ্ঠানটি কীভাবে পরিসেবা দেওয়া অব্যাহত রাখবে, তা জানার অপেক্ষায় ছিলেন ব্যবহারকারীরা। যদিও গত বছরের মতো একই গতিতে বৃদ্ধি হবে না বলেও উল্লেখ করেছে জুম। তবে, তারা জানিয়েছে, ব্যবসা দৃঢ় থাকবে। ২০২০ সালের শেষ তিন মাস প্রতিষ্ঠানের বিক্রি ২০১৯ সালের তিন মাসের তুলনায় ৩৭০ শতাংশ বেড়ে ৮৮ হাজার দুইশ’ ৫০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।
“চতুর্থ প্রান্তিক জুমের নজিরবিহীন একটি বছরের দৃঢ় সমাপ্তিকে চিহ্নিত করলো।” – বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান এরিক ইউয়ান। তিনি আরও বলেন, “বিশ্ব মহামারী থেকে উঠে দাঁড়াচ্ছে, আমাদের কাজ মাত্র শুরু হয়েছে।” গোটা বিশ্বে অসংখ্য প্রতিষ্ঠান মহামারীর সময়ে হুট করে বাড়ি-থেকে-কাজ কাঠামোতে কর্মকাণ্ড পরিচালনা শুরু করে। এতে জুমের চাহিদা বেড়েছিল রাতারাতি। সবার কাছে পরিচিত হয়ে উঠে পরিসেবাটি।
বর্তমানে 'নিউ নর্মাল' পরিবেশে কিছু প্রতিষ্ঠান নিজ কার্যালয়ে কর্মী ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করলেও, অনেকেই মনে করছেন মহামারীতে উদ্ভূত বাড়ি-থেকে-কাজ কাঠামো আরও কিছুটা সময় থাকবে। সতরাং এই ধরনের পরিসেবারও ব্যবসা বাড়বে।
More News:
18th April 2021
18th April 2021
CERT-র সতর্কবার্তা! ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে হোয়াটসঅ্যাপ-এর
17th April 2021
17th April 2021
17th April 2021
16th April 2021
15th April 2021
15th April 2021
Leave A Comment