এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২৮ জানুয়ারি বঙ্গে ফের শাহি সফর, তবুও ভোট সাফল্য নিয়ে থাকছে প্রশ্ন

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আবারও বাংলায়(Bengal) পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সেটাও আবার চলতি মাসেই। আগামী ২৮ জানুয়ারি রাতে তিনি আসছেন কলকাতায়(Kolkata)। ফিরবেন ২৯ তারিখ রাতে কিঙ্গা ৩০ তারিখ সকালে। এর আগে শাহ গত বছরের শেষ দিকে কলকাতায় এসেছিলেন। কিন্তু সেই সফরে তাঁর কোনও জনসভা ছিল না। বঙ্গ বিজেপির(BJP) নেতাদের সঙ্গে বৈঠক করেই দিন কাটিয়েছিলেন তিনি। আর গিয়েছিলেন বড়বাজারের গুরুদুয়ারে ও কালীঘাট মন্দিরে পুজো দিতে। এবারে কিন্তু তাঁর সফরে জনসভা থাকছে। সেটাও আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জেলায়। পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) মেচেদায় ২৯ তারিখ সভা করবেন শাহ। এর আগে বাংলার বুকে শেষ শাহি সভা হয়েছিল খাস কলকাতায় ধর্মতলার বুকে। সেই সভা রীতিমত ফ্লপ শো ছিল। তার জেরে সেদিন সভায় মাত্র ২০ মিনিট বক্তব্য রেখেই চলে যান শাহ। এখন দেখার বিষয় মেচেদার সভা কী হয়! 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে একাধিক কর্মসূচি নিয়ে চলতি মাসের শেষে বাংলায় আসছেন শাহ। ২৮ জানুয়ারি রাতে দমদম বিমানবন্দরে নামবেন শাহ। পরের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি মেচেদার কর্মীসভায় যোগ দেবেন তিনি। এরপরই কলকাতা ফিরে দুপুরে সায়েন্স সিটিকে দলীয় কর্মীসভা রয়েছে তাঁর। ২৪’র ভোটকে মাথায় রেখে কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন শাহ। ঠিক করে দিতে পারেন লড়াইয়ের রোডম্যাপও। এর পর হোটেলে দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই দিনই রাতে ফিরে যাওয়ার কথা তাঁর। যদিও বিজেপির অপর একটি সূত্রে জানা গিয়েছে, ৩০ তারিখ সকালে ফিরতে পারেন শাহ। তবে এই শাহি সফরে সব থেকে বড় নজর থাকবে সকলের যে দিকে তা হল রামমন্দিরের উদ্বোধনের পরে বঙ্গ সফরে এসে দলের নেতাকর্মীদের কী ভোকাল টনিক দেন শাহ সেই দিকে। বিশেষ করে CAA নিয়ে তিনি কী বলেন সেইদিকে নজর থাকবে সকলের।   

যদিও নানান সমীক্ষা কার্যত বলে দিচ্ছে, শাহ যাই বলে যান বা করে যান না কেন বাংলার বুকে, ২৪’র ভোটে তাঁকে হয়তো খালি হাতেই ফিরতে হবে বাংলা থেকে। দেশের অনান্য রাজ্যে রামমন্দিরের উদ্বোধনের প্রভাব যাই পড়ুক না কেন, বাংলায় সম্ভবত তার কোনও প্রভাব পড়বে না। উনিশের ভোটে বাংলা থেকে বিজেপি ১৮টি আসন পেলেই ২৪’র ভোটে বিজেপি বাংলা থেকে ৫টিও আসন পাবে কিনা সন্দেহ। বিজেপির নিজস্ব অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টও জানিয়েছে, বাংলার লোকসভা আসনের লক্ষ‌্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারছে না পদ্মশিবির। কার্যত একুশের ভোটে স্বপ্নভঙ্গ হওয়ার পর থেকেই বাংলায় বিজেপির গ্রাফ ক্রমশ নামছে। বুথে সংগঠন নেই। আদি-নব‌্য দ্বন্দ্ব প্রকট আকার নিয়েছে। একের পর এক নির্বাচন ও উপনির্বাচনে দলের পরাজয় হয়েছে। তারপর দলকে চাঙ্গা রাখতে ২৪’র ভোটে বাংলা থেকে ৩৫টি আসন জয়ের ডাক শাহ। এবার বঙ্গ সফরে এসে সেই লক্ষ্যে পৌঁছাতে কী বার্তা দেন শাহ, সেদিকেই তাকিয়ে থাকবে সবাই।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হোটেল থেকে জখম অবস্থায় উদ্ধার রূপান্তরকামী মহিলা

‘রাজভবনে ডাকলে আর যাব না, আপনার পাশে বসাও পাপ!’, সরব মমতা

কলকাতা সহ ৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বেসরকারি বাসে টাঙাতে হবে ভাড়ার সুস্পষ্ট তালিকা, নির্দেশ আঞ্চলিক পরিবহণ দফতরের

নওশাদের জমি কাড়তে এবার ভাঙড়ে জনসভা অভিষেকের, ত্রস্ত আইএসএফ

দক্ষিণ কলকাতায় প্রকাশ্য রাস্তায় যুবতী ও তার বন্ধুর ওপর দুষ্কৃতীদের হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর