দুবরাজপুরে বাড়িতে মজুত থাকা বোমা ফেটে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি, দুবরাজপুর: বাড়িতে মজুত বোমা ফেটে উড়ে গেল বাড়ির একাংশ।সোমবার দুপুরে বীরভূমের দুবরাজপুরের(Dubrajpur) পদুমা পঞ্চায়েতের শেখ শফিকের(Sk. Safik) বাড়ি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে । বিকট শব্দে ঘরে থাকা একটি শিশু অজ্ঞান হয়ে যায় ।