নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব জল্পনার অবসান ঘটিয়ে জাতীয সংসদ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনে ভোট নেওয়া হবে। আগামিকাল বৃহস্পতিবার থেকেই শুরু হবে মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
পাঁচ বছর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। তার ২২ দিন আগেই নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘন্ট নিয়ে গত ৯ নভেম্বর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এদিন বিকেল পাঁচটা নাগাদ বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। ওই বৈঠকের পরেই সন্ধ্যায় জাতীয় সংসদের ভোট নির্ঘন্ট ঘোষণা করা হয়।
আগামী জাতীয় সংসদে সারা দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। আর মহিলা ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন।