নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় টানা ১০ ঘন্টা জেরার পরেই আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। আর ওই গ্রেফতারির কথা জানার পরেই এক ভিডিয়ো বার্তা জারি করেছেন আপ সাংসদ। ওই ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘মরনা মঞ্জুর হ্যায়। লেকিন ডরনা মঞ্জুর নেহি। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘মরতে রাজি। কিন্তু ভয় পেতে রাজি নই।’
নিজেকে আম আদমির এক অকুতোভয় সৈনিক হিসেবে দাবি করে আপের সাধারণ সম্পাদক বলেছেন, ‘জোর করে আমাকে গ্রেফতার করা হচ্ছে। আমরা আপের সৈনিক। মোদিজিকে (প্রধানমন্ত্রী) শুধু একটা কথাই বলতে চাই, আপনি ভোটে গোহারা হারতে চলেছেন। আপনার আজকের পদক্ষেপ হতাশা আর হারের সঙ্কেত।’ এদিন গ্রেফতারির পরে নিজের মায়ের পায়ে হাত দিয়ে ইডি আধিকারিকদের সঙ্গে গাড়িতে ওঠেন সঞ্জয়। বৃদ্ধা মাকে সাবধানে থাকারও অনুরোধ জানিয়েছেন আপ সাংসদ।
ইডি গ্রেফতার করলেও সঞ্জয় সিংযের মা দাবি করেছেন, তাঁর ছেলে নির্দোষ। জোর করেই ছেলেকে ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মাথা উঁচু করে্ই ছেলে বাড়ি ফিরবে বলেও দাবি করেছেন তিনি।ইডির হাতে দলের সাধারণ সম্পাদক গ্রেফতার হওয়ার পরেই সঞ্জয় সিংযের বাড়িতে গিয়েছিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সহকর্মীর মাকে সান্ত্বনা জানানোর পাশাপাশি আশ্বাস দিয়েছেন, সঞ্জয়কে জেলমুক্ত করার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখবেন না।